Xiaomi 15 Ultra হবে কোম্পানির সবচেয়ে বড় ব্যাটারির ফ্ল্যাগশিপ স্মার্টফোন, থাকবে 90W ফাস্ট চার্জিং
Xiaomi 15 Ultra Battery 90w Fast Charging Support - 3C সার্টিফিকেশন সাইট থেকে জানা গেছে যে, শাওমি 15 আল্ট্রা মডেলে 90W ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে। এছাড়া ডিভাইসটি 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট সহ আসতে পারে।
শাওমি নতুন বছরে শক্তিশালী ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ করতে চলেছে। আমরা কথা বলছি Xiaomi 15 Ultra সম্পর্কে। ডিভাইসটি ইতিমধ্যে 3C সার্টিফিকেশন থেকে ছাড়পত্র পেয়েছে। নয়া রিপোর্ট অনুযায়ী আল্ট্রা মডেলটি 2025 সালের চীনা নববর্ষের পরে লঞ্চ হবে, যার অর্থ এটি ফেব্রুয়ারিতে বাজারে আসতে পারে। উল্লেখ্য, Xiaomi 14 Ultra এর চীনা ভ্যারিয়েন্টে 5300mAh ব্যাটারি ছিল, যেখানে এর গ্লোবাল ভ্যারিয়েন্টে কিছুটা ছোটো 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছিল। তবে জানা গেছে যে Xiaomi 15 Ultra হবে সংস্থার সবচেয়ে বৃহত্তম ব্যাটারি সহ আসা ফ্ল্যাগশিপ স্মার্টফোন।
Xiaomi 15 Ultra ফোনের ব্যাটারি সাইজ
গিজমোচায়নার রিপোর্ট অনুযায়ী, এর আগে একটি লিকে টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন শাওমি 15 আল্ট্রা এর ইঞ্জিনিয়ারিং প্রোটোটাইপের ব্যাটারির সাইজ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিল। তবে নতুন একটি লিকে তিনি দাবি করেছেন যে, আসন্ন স্ন্যাপড্রাগন 8 এলিট ফোনের হার্ডওয়্যার ত্রুটিগুলি এখন ঠিক করা হয়েছে। এরফলে এই প্রসেসর সহ আসা শাওমি 15 আল্ট্রা মডেলে বিশাল বড় ব্যাটারি দেওয়া হবে। যদিও তিনি ক্যাপাসিটি নিয়ে কিছু বলেননি।
থাকবে 6100mAh এর চেয়েও বড় ব্যাটারি
উল্লেখ্য, গত বছর লঞ্চ হওয়া শাওমি 14 প্রো-তে 4880mAh ব্যাটারি ছিল, অন্যদিকে শাওমি 14 আল্ট্রা (চীনা ভ্যারিয়েন্ট) মডেলে 5300mAh ব্যাটারি ছিল। তবে চলতি বছরের অক্টোবরে আসা শাওমি 15 প্রো ফোনে বিশাল 6100mAh ব্যাটারি রয়েছে, ফলে আশা করা যায় যে শাওমি 15 আল্ট্রা মডেলটি 15 প্রো এর থেকে আরও বড় ব্যাটারি সহ আসবে।
Xiaomi 15 Ultra 90W ফাস্ট চার্জিংয়ের সাথে আসতে পারে
ফোনের 3C সার্টিফিকেশন সাইট থেকে জানা গেছে যে, 15 আল্ট্রা মডেলে 90W ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে। এছাড়া ডিভাইসটি 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট সহ আসতে পারে। যেহেতু 15 আল্ট্রা লঞ্চ হতে এখনও কয়েক মাস বাকি রয়েছে, তাই বাজারে আসার আগেই এর সম্পর্কে আরও অনেক তথ্য জানা যাবে বলে আমাদের অনুমান।
Xiaomi 15 Ultra Battery 90w Fast Charging Support - 3C সার্টিফিকেশন সাইট থেকে জানা গেছে যে, শাওমি 15 আল্ট্রা মডেলে 90W ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে। এছাড়া ডিভাইসটি 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট সহ আসতে পারে।