গ্লোবাল মার্কেটে লঞ্চ হল Xiaomi Redmi 9, 9A এবং 9C, দাম শুরু প্রায় ৬৯০০ টাকা থেকে

গতকাল ইউরোপে Xiaomi আয়োজন করেছিল Ecosystem Product Launch Event। এই ইভেন্টে কোম্পানি Mi Band 5, Mi Tv Stick সহ তিনটি স্মার্টফোন লঞ্চ করেছে। এই তিনটি…

গতকাল ইউরোপে Xiaomi আয়োজন করেছিল Ecosystem Product Launch Event। এই ইভেন্টে কোম্পানি Mi Band 5, Mi Tv Stick সহ তিনটি স্মার্টফোন লঞ্চ করেছে। এই তিনটি ফোন হল Redmi 9, Redmi 9C ও Redmi 9A। এই ফোনগুলি আগেই মালয়েশিয়ায় লঞ্চ হয়েছিল। তিনটি ফোনই বাজেট রেঞ্জে এসেছে। এদিকে গ্লোবাল মার্কেটে আসলেও ফোনগুলি কবে ভারতে আসবে তা জানা যায়নি। আসুন রেডমি ৯, রেডমি ৯সি ও রেডমি ৯এ এর দাম ও স্পেসিফিকেশন জেনে নিই।

Redmi 9, Redmi 9A ও Redmi 9C দাম :

দামের কথা বলতে গেলে রেডমি ৯ এর ৩ জিবি র‌্যাম ও ৩২ জিবি স্টোরেজের দাম প্রায় ১০,০০০ টাকা। আবার ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজের দাম প্রায় ১২,৬৫০ টাকা। এর ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজও লঞ্চ করা হয়েছে, যার দাম প্রায় ১৪,৬০০ টাকা। এদিকে Redmi 9A-র দাম রাখা হয়েছে প্রায় ৬,৯০০ টাকা। অন্যদিকে Redmi 9C -র দাম প্রায় ৮,৫০০ টাকা। এই দাম দুটি ফোনেরই ২ জিবি র‌্যাম + ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের। যদিও রেডমি ৯এ এর ৩ জিবি র‌্যাম + ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম জানা যায়নি। আবার রেডমি ৯সি এর ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম এখনও অজানা।

Redmi 9 স্পেসিফিকেশন:

রেডমি ৯ এর ফিচারের কথা বললে এটি ওয়াটারড্রপ নচ ডিজাইন সহ ৬.৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস এলসিডি প্যানেলের সাথে এসেছে। যার রেজুলেশন ১০৮০x২৩৪০ পিক্সেল এবং আসপেক্ট রেশিও ১৯.৫:৯। এই ফোনে হালকা বেজেল উপলব্ধ এবং ডিসপ্লের প্রটেকশনের জন্য আছে কর্নিং গরিলা গ্লাস ৩। রেডমি ৯ ফোনে পাবেন মিডিয়াটেক হেলিও জি৮০ অক্টা কোর প্রসেসর, ৪ জিবি পর্যন্ত র‌্যাম ও ৬৪ জিবি পর্যন্ত স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ বাড়ানো যাবে। ফোনটি ১৮ ওয়াট কুইক চার্জার ৩.০ সাপোর্টের সাথে শক্তিশালী ৫,০২০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে। যদিও বক্সের মধ্যে ১০ ওয়াট ফাস্ট চার্জার উপলব্ধ। চার্জিংয়ের জন্য এখানে পাবেন ইউএসবি টাইপ সি পোর্ট।

রেডমি ৯ ফোনে কোম্পানি কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ দিয়েছে। যার প্রাইমারি ক্যামেরা এফ/২.২ অ্যাপারচার সহ ১৩ মেগাপিক্সেল। এছাড়াও আছে ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড সেন্সর, ৫ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর ও ২ মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। পিছনের ক্যামেরা দিয়ে ৩০ এফপিএস এ ১০৮০পি ভিডিও রেকর্ড করা যাবে। এছাড়াও পোর্ট্রেট মোড, ওয়াইড এঙ্গেল মোড প্রভৃতি উপলব্ধ। ভিডিও কল ও সেলফির জন্য ফোনের সামনে ৮ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। সিকিউরিটির জন্য এতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে।

Redmi 9A স্পেসিফিকেশন :

ডুয়েল সিমের এই স্মার্টফোনে ৬.৫৩ ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে যার কোয়ালিটি এইচডি প্লাস। এই ডিসপ্লের রেজোলিউশন ৭২০×১৬০০ পিক্সেল। এই স্মার্টফোনে অক্টাকোর মিডিয়াটেক হেলিও জি২৫ প্রসেসর দেওয়া হয়েছে। সঙ্গে রয়েছে ৩ জিবি পর্যন্ত র‌্যাম, এবং ৩২ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ। মাইক্রোএসডির মাধ্যমে এর স্টোরেজ বাড়ানো যাবে।

ফটোগ্রাফির জন্য রেডমি ৯এ এর পিছনে একটি ক্যামেরা দেওয়া হয়েছে, যেটি হল ১৩ মেগাপিক্সেল সেন্সর। এছাড়াও সেলফি ও ভিডিও কলের জন্যসামনে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে। এছাড়া পাবেন ১০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫০০০ এমএএইচ ব্যাটারি। চার্জিং ও ডাটা ট্রান্সফারের জন্য এখানে ইউএসবি টাইপ সি পোর্ট ও ৩.৫ অডিও জ্যাক উপলব্ধ। অপারেটিং সিস্টেমের কথা বললে এতে অ্যান্ড্রয়েড ১০ ভিত্তিক এমআইইউআই ইন্টারফেস দেওয়া হয়েছে।

Redmi 9C স্পেসিফিকেশন :

রেডমি ৯এ মত রেডমি ৯এসি স্মার্টফোনেও রয়েছে ৬.৫৩ ইঞ্চির ডিসপ্লে যার রেজোলিউশন ৭২০×১৬০০ পিক্সেল। এই স্মার্টফোনে দেওয়া হয়েছে অক্টাকোর মিডিয়াটেক হেলিও জি৩৫ প্রসেসর। সঙ্গে আপনারা পাচ্ছেন ৪ জিবি পর্যন্ত র‌্যাম, এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

এই ফোনের বিশেষত্ব হল এর ক্যামেরা সেটআপ। ফটোগ্রাফির জন্য এই ফোনে ১৩+২+২ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে এবং ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এছাড়া ফোনে পাবেন ১০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট যুক্ত ৫০০০ এমএএইচ এর ব্যাটারি। ‌ এই স্মার্টফোনে ডুয়েল সিম সাপোর্ট করে এবং এটি অ্যান্ড্রয়েড ভার্সন ১০-র উপরে কাজ করে।