স্বপ্ন সত্যি হতে চলেছে! প্রথমবার এই ফিচার দিয়ে স্মার্টফোন লঞ্চ করতে পারে Xiaomi
ইউনিভার্সাল সিরিয়াল বাস বা ইউএসবি (USB) হল একটি ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড যা কম্পিউটার এবং মোবাইল সহ বিভিন্ন...ইউনিভার্সাল সিরিয়াল বাস বা ইউএসবি (USB) হল একটি ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড যা কম্পিউটার এবং মোবাইল সহ বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইসগুলির মধ্যে যোগাযোগ, সংযোগ এবং বিদ্যুৎ সরবরাহের জন্য কেবল, কানেক্টর এবং প্রোটোকলগুলিকে নির্ধারণ করে। স্মার্টফোনের ক্ষেত্রে, জনপ্রিয় ব্র্যান্ড শাওমি (Xiaomi) ইউএসবি প্রযুক্তিতে অন্যদের পিছিয়ে আছে, এখনও তাদের ফোনে পুরনো USB 2.0 পোর্ট ব্যবহৃত হচ্ছে। কোম্পানিটির এখনও USB 3.0-এ আপগ্রেড না করার বিষয়টি বেশ বিস্ময়কর, বিশেষত যখন স্যামসাং (Samsung)-এর মতো বড় প্রতিদ্বন্দ্বীরাও তাদের ডিভাইসে এই প্রযুক্তি ব্যবহার করতে শুরু করেছে। তবে, গত বছর থেকেই জল্পনা চলছে যে শাওমি অভ্যন্তরীণভাবে USB 3.0 পরীক্ষা করছে। আর এখন একটি সূত্র মারফৎ জানা গেছে যে, আসন্ন ফ্ল্যাগশিপ Xiaomi 13 Ultra এই দীর্ঘ-প্রতীক্ষিত আপগ্রেড যুক্ত ব্র্যান্ডের প্রথম স্মার্টফোন হতে চলেছে। আসুন এবিষয়ে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
Xiaomi 13 Ultra-এ থাকতে পারে USB 3.0 প্রযুক্তি
টিপস্টার ডিজিট্যাল চ্যাট স্টেশন দাবি করেছেন যে, আসন্ন শাওমি ১৩ আল্ট্রা একটি ইউএসবি ৩.x পোর্টের সাথে আসবে। যদি এই তথ্যটি সত্য বলে প্রমাণিত হয়, তাহলে প্রথমবারের জন্য কোনও শাওমি স্মার্টফোন এই বিশেষ ইউএসবি স্ট্যান্ডার্ডের সাথে আসবে। বর্তমানে, শুধুমাত্র শাওমির সাব-ব্র্যান্ড ব্ল্যাক শার্ক (Black Shark)-এর কিছু গেমিং ফোনই ইউএসবি ৩.০ স্ট্যান্ডার্ড সাপোর্ট করে।
বলাই বাহুল্য এটি শাওমি অনুরাগীদের কাছে একটি আশাপ্রদ সংবাদ। কারণ ইউএসবি ৩.০ প্রযুক্তি ইউএসবি ৩.০-এর চেয়ে ভাল গতি এবং আরও দক্ষ পাওয়ার ম্যানেজমেন্ট প্রদান করে। এটি এইচডিএমআই (HDMI)-তে উচ্চ-রেজোলিউশনের ডিসপ্লে আউটপুট করার ক্ষমতাও সক্ষম করে। এটি বিভিন্ন পরিস্থিতিতে বিশেষভাবে সুবিধাজনক হতে পারে। উদাহরণস্বরূপ, ব্যবহারকারীরা এর সাহায্যে পৃথক অ্যাডাপ্টার ছাড়াই বড় স্ক্রিনে একটি স্লাইডশো বা একটি প্রেজেন্টেশন উপস্থাপন করতে পারবেন।
জানিয়ে রাখি, Xiaomi 13 Ultra চলতি মাসে বিশ্ব বাজারে আত্মপ্রকাশ করবে, ঠিক তার পূর্বসূরি Xiaomi 12S Ultra-এর মতো। হ্যান্ডসেটটি লাইকা দ্বারা টিউন করা একটি কোয়াড ক্যামেরা সেটআপের সাথে ইউজারদের অভূতপূর্ব ফটোগ্রাফির এক্সপেরিয়েন্স প্রদান করবে বলে আশা করা হচ্ছে। ফোনটি কোয়ালকমের লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮ জেন ২ দ্বারা চালিত হবে এবং ওয়্যার্ড ও ওয়্যারলেস উভয় চার্জিং সাপোর্ট করবে। এতে সর্বাধিক ১৬ জিবি এলপিডিডিআর৫এক্স র্যাম এবং ১ টেরাবাইট পর্যন্ত ইউএফএস ৪.০ স্টোরেজ পাওয়া যেতে পারে। Xiaomi 13 Ultra সম্ভবত অ্যান্ড্রয়েড ১৩ ইউজার ইন্টারফেসে রান করবে।