ZTE Axon 60: পুরো আইফোনের কপি, দাম অর্ধেকেরও অর্ধেক, চমকে দিয়ে হাজির নতুন স্মার্টফোন

ZTE Axon 60 Ultra ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি গত মাসে বাজারে আত্মপ্রকাশ করেছে। আর এখন, ব্র্যান্ডটি মেক্সিকোতে ZTE Axon 60 সিরিজের দুটি নতুন ডিভাইস লঞ্চ করেছে। এর…

ZTE Axon 60 Ultra ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি গত মাসে বাজারে আত্মপ্রকাশ করেছে। আর এখন, ব্র্যান্ডটি মেক্সিকোতে ZTE Axon 60 সিরিজের দুটি নতুন ডিভাইস লঞ্চ করেছে। এর মধ্যে রয়েছে ZTE Axon 60 এবং ZTE Axon 60 Lite। উভয়ই সাশ্রয়ী মূল্যের ফোন, যা একই ডিজাইন এবং কিছু একই ধরনের স্পেসিফিকেশন অফার করে। ZTE Axon 60 এবং ZTE Axon 60 Lite হ্যান্ডসেটের স্পেসিফিকেশন, ফিচার এবং দাম সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

ZTE Axon 60 এবং ZTE Axon 60 Lite: স্পেসিফিকেশন এবং ফিচার

জেডটিই অ্যাক্সন ৬০ এবং জেডটিই অ্যাক্সন ৬০ লাইট উভয় হ্যান্ডসেটেই একটি আইফোনের মতো ডিজাইন রয়েছে, যার পিছনে একটি বর্গাকার ক্যামেরা আইল্যান্ড বিদ্যমান, যার মধ্যেই তিনটি সেন্সর অন্তর্ভুক্ত রয়েছে। ফোনগুলিতে ফ্ল্যাট ফ্রেম রয়েছে এবং পাওয়ার বাটনে একটি লাল রঙের অ্যাকসেন্ট দেখা যায়। উভয় ফোনের এই পাওয়ার বাটনে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এম্বেড করা থাকবে বলে মনে করা হচ্ছে।

এছাড়া, জেডটিই অ্যাক্সন ৬০ সিরিজের স্ট্যান্ডার্ড এবং লাইট মডেল দুটির সামনে কেন্দ্রীভূত পাঞ্চ-হোল কাটআউট দেখা যাবে, যা অ্যাপল (Apple)-এর লেটেস্ট আইফোন মডেলগুলিতে থাকা ডায়নামিক আইল্যান্ডের (Dynamic Island) ফিচারটির মতো কাজ করে। জেডটিই লাইভ আইল্যান্ড (ZTE Live Island) নামক বৈশিষ্ট্যটি নোটিফিকেশন, রিমাইন্ডার সহ অনেক কিছু প্রদর্শন করে। অ্যাক্সন ৬০ ফোনে ৬.৭২ ইঞ্চির ফুলএইচডি+ ডিসপ্লে রয়েছে, যেখানে লাইট মডেলটিতে এইচডি+ রেজোলিউশন এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৬ ইঞ্চির স্ক্রিন বিদ্যমান।

ফটোগ্রাফির জন্য, ZTE Axon 60 ফোন দুটিতেই ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর উপস্থিত থাকবে। স্ট্যান্ডার্ড মডেলটিতে একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর এবং একটি অতিরিক্ত অনির্দিষ্ট ডেপ্থ লেন্স উপস্থিত থাকবে। অন্যদিকে, Axon 60 Lite মডেলে রয়েছে একটি ২ মেগাপিক্সেলের ডেপ্থ লেন্স এবং একটি এআই (AI) ইউনিট। আর স্ট্যান্ডার্ড এবং লাইট ভ্যারিয়েন্ট দুটির সামনে যথাক্রমে ৩২ মেগাপিক্সেল এবং ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অবস্থান করবে৷

পারফরম্যান্সের ক্ষেত্রে, ZTE Axon 60 এবং ZTE 60 Lite ফোনটি যথাক্রমে Unisoc T616 এবং Unisoc T606 প্রসেসরে চলবে। স্ট্যান্ডার্ড মডেলে ৬ জিবি র‍্যাম রয়েছে, আর লাইট মডেলটি ভার্চুয়াল র‍্যামের সাপোর্ট সহ একটি ৪ জিবি বিকল্পে অফার করা হয়েছে। দুটি ডিভাইসেই ২৫৬ জিবি স্টোরেজ মিলবে। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, ZTE Axon 60 সিরিজের লেটেস্ট ফোনগুলিতে ২২.৫ ওয়াট চার্জিং সাপোর্ট সহ শক্তিশালী ৫,০০০ এমএএইচ ব্যাটারি ইউনিট রয়েছে। তবে, এগুলি পুরোনো অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে চলে।

ZTE Axon 60 এবং ZTE Axon 60 Lite: মূল্য এবং লভ্যতা

ZTE Axon 60 এবং ZTE Axon 60 Lite গোল্ডেন, পার্পল, ব্ল্যাক এবং ব্লু কালার অপশনে বেছে নেওয়া যাবে। মেক্সিকোর বাজারে স্ট্যান্ডার্ড ZTE Axon 60 ফোনটির দাম ৩,৬৯৯ মেক্সিকান পেসো (প্রায় ১৮,২৫০ টাকা) থেকে শুরু হয়, যেখানে লাইট মডেলটির দাম ২,৯৯৯ মেক্সিকান পেসো (প্রায় ১৪,৮০০ টাকা)। তবে এই দুটি ফোন ভারতের বাজারে আসবে কিনা, তা এখনও জানা যায়নি।