মার্চে ১ লক্ষ ৭৫ হাজার কর্মচারী নিয়োগের পর ফের এক লক্ষ কর্মী নিচ্ছে Amazon

করোনা ও লকডাউনের কারণে সারা বিশ্বে যখন হাজার হাজার মানুষ রোজ নিজেদের কাজ হারাচ্ছে, সেসময় প্রখ্যাত সংস্থা Amazon কিছুটা...
SUPARNAMAN 28 Oct 2020 3:29 PM IST

করোনা ও লকডাউনের কারণে সারা বিশ্বে যখন হাজার হাজার মানুষ রোজ নিজেদের কাজ হারাচ্ছে, সেসময় প্রখ্যাত সংস্থা Amazon কিছুটা স্বস্তির খবর নিয়ে এলো। ই-কমার্স সাইটটির তরফে জানানো হয়েছে, তারা শীঘ্রই ১,০০,০০০ জন কর্মচারী নিয়োগ করবে। পুজো-পরবকে কেন্দ্র করে মানুষের কেনাকাটার ব্যাপক চাহিদাকে সামাল দিতেই তাদের এই সিদ্ধান্ত।

আসলে যে কোন উৎসবের সময় খুব স্বাভাবিকভাবেই ই-কমার্স সংস্থাগুলির বিক্রি বৃদ্ধি পায়। তাই এই বিশেষ সময়গুলিতে সংস্থাগুলি সাধারণ ক্রেতার জন্য অসংখ্য পণ্যের পসরা সাজিয়ে হাজির হয়। এদিকে এই সব সেলে বিক্রি বাড়ার কারণে নির্দিষ্ট ঠিকানায় সঠিক সময়ে প্রোডাক্ট পৌঁছে দেওয়া এবং অন্যান্য অনেক কাজের ক্ষেত্রেই বিপুল সংখ্যক কর্মচারী নিয়োগের প্রয়োজন দেখা দেয়। তাই ই-কমার্স সংস্থাগুলি প্রতিবারই বছরের এই বিশেষ সময়গুলিতে অতিরিক্ত কর্মী নিয়োগ করে।

এর আগে চলতি বছরের মার্চে Amazon প্রায় ১৭৫,০০০ নতুন কর্মচারী নিয়োগ করে। সাথে আগামী দিনে এরই ধারাবাহিকতায় তারা আরো কর্মী নিয়োগের প্রতিশ্রুতি দেয়। তারপর প্যানডেমিকের ঢেউ এসে পড়ে। আমাদের অনেক হিসেব ওলটপালট হয়ে যায়। অসংখ্য মানুষ তাদের কাজ হারান। শিল্প, বাণিজ্য সবই ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়। এই পরিস্থিতির ধাক্কা কাটিয়ে চলতি বছরে Amazon অবশ্য ভালোই ব্যবসা করে। বিশেষত অতিমারির সংক্রমণের ভয়ে মানুষ যখন বাড়ি থেকে বেরোতে পারছেন না, সেই সময়ে ব্যবসাদার থেকে বহুজাতিক সংস্থা সকলেই অনলাইন বিক্রির ওপরেই জোর দেয়। ফলে প্রায় সারাবছর ধরেই অ্যামাজনের মতো ই-কমার্স প্রতিষ্ঠান যথেষ্ট লাভের মুখ দেখে। এবারে উৎসব উপলক্ষে মানুষের কেনাকাটার অতিরিক্ত চাহিদার কথা মাথায় রেখেই তারা প্রায় ১০০,০০০ অস্থায়ী কর্মী নিয়োগের কথা ঘোষণা করলো। Amazon কর্তৃপক্ষ এই সংবাদের সত্যতা স্বীকার করেছেন।

বিগত বছর উৎসবের বিশেষ মরশুমে অ্যামাজন অবশ্য এবারের ঘোষণার প্রায় দ্বিগুণ সংখ্যক কর্মী (২০০,০০০) নিয়োগ করেছিল। এবারের নিয়োগের সংখ্যা এর অর্ধেক। যাইহোক এই বাজারে ১০০,০০০ নতুন কর্মীর নিয়োগই বা কম কি? উল্লেখ্য, এবছর অ্যামাজনের শেয়ার প্রায় ৭৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে জানা গেছে।

Show Full Article
Next Story
Share it