OnePlus ও Samsung এর পর এবার Motorola ও Vivo ফোনেও গ্রিন লাইনের সমস্যা

OnePlus ফোনে গ্রিন লাইনের সমস্যা নতুন নয়। এই সমস্যায় ক্ষতিগ্রস্ত ক্রেতাদের আজীবন ডিসপ্লে ওয়ারেন্টি এবং ফ্রি স্ক্রিন...
techgup 4 Sept 2024 3:57 PM IST

OnePlus ফোনে গ্রিন লাইনের সমস্যা নতুন নয়। এই সমস্যায় ক্ষতিগ্রস্ত ক্রেতাদের আজীবন ডিসপ্লে ওয়ারেন্টি এবং ফ্রি স্ক্রিন আপগ্রেডের সুবিধা দিয়েছে ব্র্যান্ডটি। আবার কিছুমাস আগে Samsung Galaxy S21 এবং S22 ব্যবহারকারীরাও একই সমস্যার সম্মুখীন হয়েছেন, যার জন্য ব্র্যান্ডটি বিনামূল্যে ডিসপ্লে পাল্টে দেওয়ার ঘোষণা করেছে। তবে কেবল ওয়ানপ্লাস এবং স্যামসাংয়ের ব্যবহারকারীরা নন, Motorola ও Vivo স্মার্টফোনেও গ্রিন লাইনের সমস্যা দেখা দিয়েছে।

আরও পড়ুন : 80 শতাংশ পর্যন্ত ছাড়ে স্মার্টফোন থেকে টিভি, Flipkart Big Billion Days Sale এর ডিল ও অফার দেখে নিন

Moto ও Vivo-র অনেক ভারতীয় ব্যবহারকারীরা সোশ্যাল মিডিয়ায় এই সমস্যার কথা জানিয়েছেন। যদিও তারা OnePlus ও Samsung ফোন ব্যবহারকারীদের মতো এত ভাগ্যবান নয়। কারণ তারা অভিযোগ করেও বিনামূল্যে কিছু পায়নি।

কয়েকজন ব্যবহারকারী জানিয়েছেন তাদের ফোনের স্ক্রিনে অল্প গ্রিন লাইন দৃশ্যমান, আবার কিছুজন অভিযোগ করেছেন, তাদের ডিভাইসে অনেক গ্রিন লাইন দেখা গেছে।

একজন Moto G82 ব্যবহারকারীরা জানিয়েছেন যে, তার ডিভাইসের কোনো ফিজিক্যাল ড্যামেজ ছাড়াই গ্রিন লাইনের সমস্যা দেখা দিয়েছে। আর তার ফোনের ওয়ারেন্টি শেষ হয়ে গেছে। যে কারণে Motorola কোনো সাহায্য করতে নারাজ।

https://twitter.com/chaturchampak/status/1830427451970961729

https://twitter.com/G11_Patwa/status/1829469886109925728

ভিভোর এই ফোনগুলিতেও সমস্যাও আসছে

গ্রিন লাইনের সমস্যা দেখা দিয়েছে Vivo X80, Vivo X80 Pro এবং Vivo X70 Pro+ স্মার্টফোনেও। একজন Vivo X70 Pro+ ব্যবহারকারী জানিয়েছেন যে জুলাই 2024 আপডেট ইনস্টল করার পরে তার ডিভাইসে একটি গ্রিন লাইন উপস্থিত হয়েছিল। একজন Vivo X80 ব্যবহারকারীও এক্স-এ এই সমস্যা নিয়ে অভিযোগ করেছেন।

https://twitter.com/anis_varalia/status/1796225189363028337

Show Full Article
Next Story