সস্তায় সেরা BSNL-এর এই প্ল্যানগুলি, কম খরচে পাবেন মনমতো ডেটা, সাথে নানা ফ্রি সাবস্ক্রিপশন

BSNL Data Voucher Under 200: সাম্প্রতিক সময়ে ভারতের টেলিকম বাজারে আবারও সক্রিয় হয়ে উঠেছে BSNL বা Bharat Sanchar Nigam Limited। প্রাইভেট সংস্থাগুলির দাপটে বিগত কয়েক…

BSNL Data Voucher Under 200: সাম্প্রতিক সময়ে ভারতের টেলিকম বাজারে আবারও সক্রিয় হয়ে উঠেছে BSNL বা Bharat Sanchar Nigam Limited। প্রাইভেট সংস্থাগুলির দাপটে বিগত কয়েক বছরে ব্যাকফুটে চলে গেলেও, এই রাষ্ট্রায়ত্ত টেলিকম অপারেটর এখন (পড়ুন মূল্যবৃদ্ধির এই জমানায়) Jio, Airtel-দের মতো বড় খেলোয়াড়দের সাথে পাল্লা দিয়ে গ্রাহকদের আকর্ষিত করার চেষ্টা করছে। আর এই পরিস্থিতিতে BSNL-এর সবচেয়ে বড় হাতিয়ার হল তাদের পোর্টফোলিওতে সস্তা দামী একাধিক রিচার্জ প্ল্যানের উপস্থিতি। যেমন বর্তমানে সংস্থাটি জনসাধারণের সুবিধার জন্য বেশ কয়েকটি প্রিপেইড ডেটা ভাউচার অফার করে। এই ডেটা ভাউচারগুলি সেইসব ইউজারদের জন্য খুবই ভালো বিকল্প, যারা সাশ্রয়ী মূল্যে ও স্বল্পমেয়াদে কিছু পরিমাণ ডেটা (পোশাকি ভাষায় ডেটা বুস্টার) চান৷ এক্ষেত্রে আপনি যদি BSNL-এর সিম ব্যবহার করেন এবং আপনারও এমনই কিছু চাহিদা থাকে, তাহলে আপনার রিচার্জের সুবিধার জন্যই আমাদের এই প্রতিবেদন। কারণ আজ আমরা এখানে BSNL-র সেরা কিছু প্রিপেইড ডেটা ভাউচার সম্পর্কে কথা বলব, যেগুলির দাম ২০০ টাকারও কম। তো আসুন দেখে নিই তালিকা।

২০০ টাকার কমে পাবেন BSNL-এর এইসব প্রিপেইড ডেটা ভাউচার

প্রথমেই বলে রাখি, ২০০ টাকার নিচে বিএসএনএলের মোট ছয়টি প্রিপেইড ডেটা ভাউচার রয়েছে যাদের দাম, বৈধতা এবং ডেটা সুবিধা ভিন্ন। এই প্ল্যানগুলির দাম যথাক্রমে ১৬ টাকা, ৯৪ টাকা, ৯৭ টাকা, ৯৮ টাকা, ১৫১ টাকা এবং ১৯৮ টাকা।

১. BSNL-এর ১৬ টাকার ডেটা প্ল্যান: এটি মাত্র ১ দিনের বৈধতার সাথে আসে এবং ২ জিবি ডেটা অফার করে। হঠাৎ তথা স্বল্প সময়ের প্রয়োজন মেটাতে এটি আদর্শ।

২. BSNL-এর ৯৪ টাকার ডেটা প্ল্যান: তালিকার দ্বিতীয় প্ল্যানটি দেখে এক ধাক্কায় অনেকটা দাম বেশি মনে হতে পারে। তবে এতে ৩০ দিনের বৈধতায় ৩ জিবি ডেটা পাওয়া যাবে। সাথে মিলবে ২০০ মিনিট ভয়েস কলিংয়ের সুবিধাও।

৩. BSNL-এর ৯৭ টাকার ডেটা প্ল্যান: এই প্ল্যানটির ভ্যালিডিটি ১৫ দিন। এটি রিচার্জকারীদের আনলিমিটেড ভয়েস কলিং, ২ জিবি ডেইলি ডেটা এবং লোকধুন (Lokdhun) কন্টেন্টের অ্যাক্সেস দেয়।

৪. BSNL-এর ৯৮ টাকার ডেটা প্ল্যান: এই প্ল্যানের সাথে, ২২ দিনের বৈধতায় দৈনিক ২ জিবি করে ডেটা পাবেন।

৫. BSNL-এর ১৫১ টাকার ডেটা প্ল্যান: এটি ৪০ জিবি ডেটা এবং জিং (Zing)-এর ফ্রি সাবস্ক্রিপশন অফার করে, বৈধতা ২৮ দিন।

৬. BSNL-এর ১৯৮ টাকার ডেটা প্ল্যান: এটি ৪০ দিনের বৈধতায় প্রতিদিন ২ জিবি ডেটা অফার করে, সাথে থাকে লোকধুন কন্টেন্ট এবং চ্যালেঞ্জস অ্যারেনা মোবাইল গেমিং (Challenges Arena Mobile Gaming) সার্ভিসের অ্যাক্সেস।