BSNL Best Prepaid Plan Under RS 200

BSNL Plan: ২০০ টাকার কমে রিচার্জ করতে চান? এই প্ল্যানগুলিতে পাবেন সেরা সুবিধা

BSNL-এর পরিষেবা নিয়ে নানাবিধ অভিযোগ থাকলেও, এখনও এদেশে প্রচুর মোবাইল ইউজার আছেন যারা ফোন করার জন্য বা সেকেন্ডারি নেটওয়ার্ক কানেকশন হিসেবে এই রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থার সিম ব্যবহার করেন। অন্যদিকে সংস্থাটিও মূল্যবৃদ্ধির এই জমানায় অনেক সস্তা অথচ সুবিধাজনক রিচার্জ প্ল্যান অফার করে থাকে। সেক্ষেত্রে আপনিও যদি BSNL মানে ভারত সঞ্চার নিগম লিমিটেডের প্রিপেইড গ্রাহক হন এবং এই মুহূর্তে ২০০ টাকার কমে রিচার্জ করার কথা ভাবেন, তাহলে আমাদের আজকের এই প্রতিবেদন আপনার বিশেষভাবে কাজে আসবে। আসলে আজ আমরা BSNL-এর প্ল্যান পোর্টফোলিওতে উপলব্ধ পুরো ৮টি প্ল্যানের সুবিধার কথা বলব, যেগুলির দাম ২০০ টাকার কম। এক্ষেত্রে আপনারা সর্বনিম্ন ১০৮ টাকা দিয়ে নিজেদের মোবাইল কানেকশন রিচার্জ করতে পারবেন।

২০০ টাকার কমে উপলব্ধ রয়েছে এই ৮টি BSNL প্ল্যান

১. ১০৮ টাকার BSNL প্ল্যান: বিএসএনএলের এই প্রিপেইড প্ল্যানে আনলিমিটেড ভয়েস কল পাওয়া যায় যার মধ্যে দিল্লি এবং মুম্বাইয়ের এমটিএনএল (MTNL) নেটওয়ার্কে কলের সুবিধাও অন্তর্ভুক্ত রয়েছে। শুধু তাই নয়, এই রিচার্জ প্ল্যানটি ২৮ দিনের মেয়াদে রোজ ১ জিবি ডেটা ব্যবহারের সুযোগও দেয়।

২. ১১৮ টাকার BSNL প্ল্যান: ১১৮ টাকা দামের এই প্ল্যানের বৈধতা ২০ দিন। তবে এতে লোকাল এবং এসটিডি নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলের সুবিধা উপলব্ধ, যার সাথে রিচার্জকারীরা পাবেন ০.৫ জিবি ডেইলি ডেটা। এছাড়া এই রিচার্জ প্ল্যানের সাথে PRBT বা পার্সোনাল রিংব্যাক টোনের ফ্রি অ্যাক্সেসও উপলব্ধ।

৩. ১৪৭ টাকার BSNL প্ল্যান: বিএসএনএলের এই প্রিপেইড রিচার্জ প্ল্যানে আনলিমিটেড লোকাল এবং এসটিডি রোমিং কলের সুবিধা পাওয়া যায়। সাথে মেলে মোট ১০ জিবি ডেটা। এছাড়া এই প্রিপেইড প্যাকে বিএসএনএল টিউনসের সুবিধাও উপলব্ধ। ভ্যালিডিটির কথা বললে, এতে ৩০ দিনের বৈধতা মিলবে।

৪. ১৮৪ টাকার BSNL প্ল্যান: ১৮৪ টাকার এই প্রিপেইড প্ল্যানের বৈধতা ২৮ দিন। সুবিধা বলতে, এতে প্রতিদিন ১ জিবি ডেটা এবং ১০০টি করে এসএমএস দেওয়া হয়, সাথে থাকে আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা। শুধু তাই নয়, এই প্যাক রিচার্জ করলে Lystn পডকাস্টের সাবস্ক্রিপশন বিনামূল্যে পাওয়া যাবে।

৫. ১৮৫ টাকার BSNL প্ল্যান: ১৮৫ টাকার প্রিপেইড প্ল্যানটিও ২৮ দিনের বৈধতার সাথে আসে। এই প্রিপেইড প্ল্যানে আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন ১০০টি করে এসএমএস এবং ১ জিবি করে ডেটা পাওয়া যায়। আবার এই প্ল্যানটি প্রোগ্রেসিভ ওয়েব অ্যাপ (PWA), বিএসএনএল টিউনস এবং চ্যালেঞ্জস অ্যারেনা মোবাইল গেমিং পরিষেবাতেও বিনামূল্যে অ্যাক্সেস অফার করে।

৬. ১৮৬ টাকার BSNL প্ল্যান: বিএসএনএল গ্রাহকরা ১৮৬ টাকা দিয়ে রিচার্জ করলে লোকাল, এসটিডি এবং রোমিং কল বিনামূল্যে উপভোগ করতে পারবেন। এর সাথে মিলবে প্রতিদিন ১ জিবি ডেটা এবং ১০০টি এসএমএস ব্যবহার করার সুবিধা। এছাড়াও এই প্ল্যানে হার্ডি গেমস এবং ফ্রি বিএসএনএল টিউনসের সুবিধা উপলব্ধ। বৈধতা ২৮ দিন।

৭. ১৮৭ টাকার BSNL প্ল্যান: ১৮৭ টাকার বিএসএনএল প্ল্যানটি ২৮ দিনের বৈধতা অফার করে। এতে প্রতিদিন ২ জিবি ডেটার সাথে ১০০টি করে এসএমএস করার এবং আনলিমিটেড ভয়েস (লোকাল/এসটিডি) কলের সুবিধা পাওয়া যায়।

৮. ১৯৭ টাকার BSNL প্ল্যান: আমাদের তালিকার এই সর্বশেষ প্ল্যানটির বৈধতা ১৫০ দিন। এটি রিচার্জ করলে প্রথম ১৮ দিনের জন্য আনলিমিটেড ভয়েস কল পাওয়া যায়, তারপর ইউজারদের আউটগোয়িং কলের জন্য টপ-আপ রিচার্জ করতে হয়। একইভাবে এতে প্রথম ১৮ দিন ২ জিবি ডেটাও উপভোগ করা যাবে।