লঞ্চ হতে আর মাত্র চার দিন, যৌথভাবে তৈরি প্রথম বাইকের টিজার ছেড়ে উত্তেজনা বাড়াল Bajaj-Triumph

বাজাজ (Bajaj) ও ট্রায়াম্ফ (Triumph) যৌথভাবে যে তাদের প্রথম মোটরসাইকেল লঞ্চ করতে চলেছে একথা ইতিমধ্যেই সর্বসমক্ষে এসেছে। ভারতে ৫ জুলাই বাইকটির লঞ্চের দিনক্ষণ হিসেবে ধার্য করা হয়েছে। লঞ্চের আগে সোশ্যাল মিডিয়াতে ট্রায়াম্ফ মোটরসাইকেল তাদের আসন্ন এই মডেলটির প্রথম টিজার প্রকাশ করল। সেখানে উল্লেখ করা হয়েছে, বাজাজ-ট্রায়াম্ফের যৌথ উদ্যোগে তৈরি মডেলটি বিশ্ববাজারে ২৭ জুন উন্মোচিত হবে।

বাজাজ-ট্রায়াম্ফের আসন্ন মোটরসাইকেলের প্রথম টিজার প্রকাশ করা হল

দীর্ঘদিন ধরেই বাজাজ-ট্রায়াম্ফের এই বাইকটি লঞ্চের জন্য প্রস্তুতি নিচ্ছিল। যেটি রোডস্টার এবং স্ক্র্যাম্বলার বডি স্টাইলে হাজির হওয়ার কথা শোনা যাচ্ছে। মডেলটির পরীক্ষা চলাকালীন একাধিকবার দর্শন পাওয়া গিয়েছে। অনুমান, এটি ৩৫০ থেকে ৪০০ সিসি সেগমেন্টে পদার্পণ করবে। KTM-এর মতো ট্রায়াম্ফের সাথেও বাজাজ অংশীদারীত্বে টু-হুইলার তৈরি করবে।

মেড-ইন-ইন্ডিয়া ট্রায়াম্ফ রোডস্টার এবং স্ক্র্যাম্বলার মডেল দুটি বাজাজের চাকানের ফ্যাক্টরিতে নির্মিত হবে। ভারত থেকে বিদেশের বাজারে রপ্তানি করা হবে বাইকটি। এই এন্ট্রি-লেভেল মডেলটির হাত ধরে ভারত সহ একাধিক দেশের বাজারে পা রাখবে সংস্থাদ্বয়। KTM, Husqvarna, Benelli, QJ Group-এর মতো সংস্থাগুলির তৈরি সিঙ্গেল সিলিন্ডার বড় ইঞ্জিনের মোটরসাইকেলগুলির সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে এটি।

ভারতে বাজাজ-ট্রায়াম্ফের আসন্ন রোডস্টার এবং স্ক্র্যাম্বলার মডেলের দাম ২.৫-৩ লক্ষ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হতে পারে। এদের প্রতিপক্ষ হিসেবে বাজারে রয়েছে Royal Enfield Scram 411, Yezdi Scrambler, Zontes GK 350, এমনকি আসন্ন Harley-Davidson X440 ও Royal Enfield Hunter 450।