BSNL-এ মোবাইল নম্বর পোর্ট করার আগে চেক করুন আপনার এলাকায় নেটওয়ার্ক আছে কিনা

জুলাইয়ের শুরুতে ভারতের বেসরকারি টেলিকম সংস্থা Jio, Airtel এবং Vodafone Idea (Vi) তাদের রিচার্জ প্ল্যানগুলির দাম বাড়িয়েছে। ফলে যারা ডুয়েল সিম ব্যবহার করেন তারা সমস্যায়…

How To Check Bsnl Network Connectivity Status In Your Area Location Before Porting Your Mobile Number To Bsnl

জুলাইয়ের শুরুতে ভারতের বেসরকারি টেলিকম সংস্থা Jio, Airtel এবং Vodafone Idea (Vi) তাদের রিচার্জ প্ল্যানগুলির দাম বাড়িয়েছে। ফলে যারা ডুয়েল সিম ব্যবহার করেন তারা সমস্যায় পড়েছেন। দেখা যাচ্ছে, রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধির পর লক্ষ লক্ষ গ্রাহক BSNL-এ মোবাইল নম্বর পোর্ট করছেন। তবে সিম পোর্ট করার আগে আপনাকে অবশ্যই আপনার অঞ্চলে BSNL নেটওয়ার্ক উপলব্ধ আছে কিনা চেক করা উচিত।

বর্তমানে সবচেয়ে সাশ্রয়ী মূল্যে রিচার্জ প্ল্যান অফার করছে এই সরকারি মালিকানাধীন টেলিকম অপারেটরটি। তবে BSNL এখনো 5G চালু করেনি এবং দেশের কয়েকটি অঞ্চলে কেবল পরীক্ষামূলক ভাবে 4G নেটওয়ার্ক উপস্থিত। এমন পরিস্থিতিতে, BSNL-এ ফোন নম্বর পোর্ট করার আগে আপনার অঞ্চলে এর নেটওয়ার্ক পাওয়া যাবে কিনা তা চেক করা খুব গুরুত্বপূর্ণ। চলুন আপনার এলাকায় BSNL নেটওয়ার্ক আছে কিনা কীভাবে চেক করবেন জেনে নেওয়া যাক।

BSNL নেটওয়ার্ক আপনার এলাকায় আছে কিনা কীভাবে চেক করবেন

  • বিএসএনএল‌ নেটওয়ার্ক আপনার এলাকায় আছে কিনা চেক করার জন্য আপনাকে আপনার ফোন বা পিসিতে nperf ওয়েবসাইটটি খুলতে হবে।
  • তারপর Map অপশনে ক্লিক করুন।
  • এবার উপরে প্রদর্শিত বিকল্পগুলি থেকে ভারত নির্বাচন করুন।
  • এখানেই আপনাকে কোন অপারেটরের মোবাইল নেটওয়ার্ক কভারেজ দেখতে চান তা বেছে নিতে হবে।
  • এখানে বিএসএনএল নির্বাচন করুন এবং তারপরে নেটওয়ার্ক কভারেজের স্থিতি মানচিত্রে উপস্থিত হবে।
  • নীচে বিভিন্ন ছয়টি রঙের আইকন দেখানো হবে। এখানে ধূসর আইকন দেখার মানে নো-নেটওয়ার্ক। আর নীল আইকনটি 2G সংযোগের উপস্থিতি দেখায়, সবুজ আইকনটি 3G নেটওয়ার্কের উপস্থিতি নিশ্চিত করে। আবার কমলা আইকনটি 4G নেটওয়ার্ক এবং মেরুন 4G+ নেটওয়ার্কের উপস্থিতি বোঝায়। এছাড়া পার্পল আইকন আসার অর্থ 5G কানেক্টিভিটি আছে বলে নিশ্চিত করে।
  • এখানে প্রদর্শিত সার্চ বারে, আপনি আপনার শহর বা অঞ্চলের নাম অনুসন্ধান করতে পারেন।
  • এর পরে, আপনি আপনার শহর বা অঞ্চলে বিএসএনএলের নেটওয়ার্ক আছে কিনা চেক করতে পারবেন।