Redmi K40 ভারতে আসতে পারে Poco F2 বা Poco F3 নামে

Redmi গত পরশুদিন চীনে একটি অনলাইন ইভেন্টে K40 সিরিজের তিনটি স্মার্টফোনের ঘোষণা করেছে। এই ফোনগুলি হল K40, K40 Pro, এবং K40 Pro+। আশা করা যায় শীঘ্রই এই ফোনগুলি অন্যান্য মার্কেটেও উপলব্ধ হবে। সেক্ষেত্রে এই সিরিজের বেস মডেল, Redmi K40 রিব্রান্ডেড হয়ে গ্লোবাল মার্কেটে Poco ব্র্যান্ডিংয়ের সাথে আত্মপ্রকাশ করতে পারে বলে জল্পনা চলছে। আসলে গত বছরের ডিসেম্বরে, M2012K11AG মডেল নম্বরসহ Poco -র একটি ফোন সার্টিফিকেশন পেয়েছিল। পরবর্তীতে দেখা যায় Redmi K40 ফোনটিরও মডেল নম্বর একই।

সাম্প্রতিক সময়ে এই মডেল নম্বর কে সিঙ্গাপুরের IMDA, TKDN সাইটেও স্পট করা হয়েছিল। তবে লেটেস্ট রিপোর্ট থেকে জানা যাচ্ছে, M2012K11AG মডেল নম্বরের ফোনটি Poco নামে ফের ইন্দোনেশিয়ান টেলিকমের ছাড়পত্র পেয়েছে। ইন্দোনেশিয়ান টেলিকম লিস্টিংয়ে অবশ্য M2012K11AG ফোনটির স্পেসিফিকেশন উল্লেখ ছিলনা। তবে ফোনটির লঞ্চ যে আসন্ন তা বলার অপেক্ষা রাখেনা।

উল্লেখ্য, এই ডিভাইসটির ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট M2012K11AI মডেল নম্বরসহ BIS-এরও ছাড়পত্র পেয়েছে। ফলে Redmi K40 ফোনটি Poco রিব্রান্ডেড করে F সিরিজের ফ্ল্যাগশিপ ফোন হিসেবে ভারতে লঞ্চ করতে পারে। এখন দেখার বিষয় ফোনটি ভারতে Poco F2 নাকি Poco F3 নামে আসে। টিপস্টার মুকুল শর্মাও তার একটি টুইটে একই দাবি করেছে।

Redmi K40 স্পেসিফিকেশন

চীনে লঞ্চ হওয়া রেডমি কে৪০ ফোনে আছে কর্নিং গরিলা গ্লাস ৫ সহ ৬.৬৭ ইঞ্চি E4 AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং টাচ স্যাম্পেল রেট ৩৬০ হার্টজ। ফোনে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর। সাথে আছে ১২ জিবি পর্যন্ত র‌্যাম (LPDDR5) ও ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ (UFS 3.1)। এই ফোনটি অ্যান্ড্রয়েড ১১ বেসড এমআইইউআই ১২ ওএসে চলবে। ফোনটি ৪,৫২০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে। যার সাথে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

ক্যামেরার কথা বললে রেডমি কে৪০ ফোনের পিছনে তিনটি ক্যামেরা বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৪৮ মেগাপিক্সেল Sony IMX582 সেন্সর (এফ/১.৭৯), ৫০মিমি ফোকাল লেন্থ সহ ৫ মেগাপিক্সেল টেলিফোটো ম্যাক্রো ক্যামেরা, ১১৯ ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এঙ্গেল লেন্স। সেলফি ও ভিডিওর জন্য এতে আছে ২০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন