এই Broadband ব্যবহারকারীদের জন্য সুখবর, বিনামূল্যে বেড়ে যাবে ইন্টারনেট স্পিড

Published on:

ACT Fibernet Speed Free Upgrades

ভারতের ৭৭তম স্বাধীনতা দিবস উপলক্ষে, ACT Fiber Net তাদের গ্রাহকদের বিনামূল্যে স্পিড আপগ্রেড করার সুযোগ দিচ্ছে। কোম্পানিটি সম্প্রতি ঘোষণা করেছে যে, তাদের ২.২ মিলিয়ন গ্রাহকদের বিনামূল্যে এই পরিষেবা দেওয়া হবে। তাই আপনি যদি এই সংস্থার পরিষেবা নিয়ে স্লো ইন্টারনেট কানেকশনের জন্য সমস্যায় পড়েন, তাহলে এই সুযোগ কাজে লাগাতে পারেন। উল্লেখ্য, সকল ACT Fiber Net গ্রাহকেরা এই স্পিড আপগ্রেডের সুবিধা পাবেন।

ACT Fiber Net স্পিড আপগ্রেড করার সুযোগ দিচ্ছে

  • যে গ্রাহকদের ইন্টারনেট স্পিড ১০০ এমবিপিএস-এর কম, তাদের ইন্টারনেট স্পিড আপগ্রেড করে ১০০ এমবিপিএস করে দেওয়া হবে।
  • যারা এতদিন ১০০ থেকে ৩০০ এমবিপিএস স্পিডে ইন্টারনেট ব্যবহার করে এসেছেন, তারা এখন ৩০০ এমবিপিএস স্পিডে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।
  • এছাড়াও, ৩০০ থেকে ৫০০ এমবিপিএস স্পিডে ইন্টারনেট ব্যবহারকারীরা এখন নিজেদের ইন্টারনেট স্পিড ৫০০ এমবিপিএস-এ আপগ্রেড করার সুযোগ পাবেন।

গ্রাহকেরা কিভাবে নিজেদের ইন্টারনেট স্পিড আপগ্রেডের সুবিধা পাবেন

গ্রাহকরা ACT Fibernet অ্যাপে ১৫ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত বিনামূল্যে ইন্টারনেট স্পিড আপগ্রেড করার সুযোগ পাবেন। তাই আপনি যদি ACT Fiber এর গ্রাহক হয়ে থাকেন, আর এখনো এই কাজ না করে থাকেন, তাহলে অবিলম্বে এই সুযোগ কাজে লাগান।

সঙ্গে থাকুন ➥