Lava Blaze AMOLED 2 আসছে ৫০ মেগাপিক্সেল AI ক্যামেরার সাথে, প্রোমো ভিডিও ফাঁস

লাভা শীঘ্রই ব্লেজ সিরিজের নতুন স্মার্টফোন হিসেবে Lava Blaze AMOLED 2 লঞ্চ করতে চলেছে। যদিও কোম্পানির তরফে এর লঞ্চের তারিখ এখনও ঘোষণা করা হয়নি। তবে সোশ্যাল মিডিয়ায় একটি প্রোমো ভিডিও ফাঁস হয়েছে, যেখান থেকে এর ডিজাইন ও স্পেসিফিকেশন জানা গেছে। পাশাপাশি Lava Blaze AMOLED 2 এর অফিসিয়াল টিজারও রিলিজ করা হয়েছে। এই টিজার থেকে ফোনটির কালার অপশন সম্পর্কে জানা গেছে।

Lava Blaze AMOLED 2 এর ফিচার ও স্পেসিফিকেশন (সম্ভাব্য)

ডিজাইন

লাভা ব্লেজ অ্যামোলেড ২ এর পিছনে লম্বাটে ক্যামেরা মডিউল দেখা যাবে। এর মধ্যে দুটি ক্যামেরা, LED ফ্ল্যাশ এবং পাশে ৫০ মেগাপিক্সেল AI ক্যামেরার ব্র্যান্ডিং থাকবে। পিছনের প্যানেলটি গ্লাস ফিনিশ সহ আসবে। এখানে Lava 5G ব্র্যান্ডিংটাও নজরে আসবে।

ডিসপ্লে ও প্রসেসর

Blaze AMOLED 2 স্মার্টফোনের সামনে দেখা যাবে ফুল এইচডি প্লাস অ্যামোলেড স্ক্রিন, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। সিকিউরিটির জন্য এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যাবে। পারফরম্যান্সের জন্য ২.৬ গিগাহার্টজ ক্লক স্পিডের মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০৬০ চিপসেট ব্যবহার করা হবে, যার সাথে ৬ জিবি LPDDR5 র‌্যাম ও ১২৮ জিবি UFS 3.1 স্টোরেজ যুক্ত থাকবে।

ক্যামেরা ও বিল্ড কোয়ালিটি

ফটোগ্রাফির জন্য এর পিছনে ৫০ মেগাপিক্সেল Sony সেন্সর থাকবে। ফোনটি IP64 রেটিং সহ আসবে, যা জল আর ধুলো থেকে সুরক্ষা দেবে।

কালার অপশন

Lava Blaze AMOLED 2 দুটি কালার অপশনে পাওয়া যাবে বলে অফিসিয়াল টিজার থেকে জানা গেছে – ফেদার হোয়াইট ও মিডনাইট ব্ল্যাক। দুটোই বেশ প্রিমিয়াম লুক দেবে।

বিক্রয় পরবর্তী পরিষেবা

লাভা তাদের সমস্ত ফোনের সাথে ‘ফ্রি সার্ভিস অ্যাট হোম’ পরিষেবা দিয়ে থাকে। আশা করা যায়, আসন্ন এই ব্লেজ সিরিজের ডিভাইসের সাথেও এই পরিষেবা পাওয়া যাবে।