Redmi Turbo 5 স্মার্টফোনে থাকবে 1.5K রেজোলিউশনের ডিসপ্লে, লঞ্চের আগে ফাঁস ফিচার

চীনে শীঘ্রই লঞ্চ হতে চলেছে Redmi Turbo 5 সিরিজ। এই সিরিজের অধীনে বেশ কয়েকটি মডেল আসবে। ইতিমধ্যেই এদের সম্পর্কে বিভিন্ন তথ্য সামনে এসেছে। আজ আবার জনপ্রিয় টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন (DCS) উইবো-তে Redmi Turbo 5 এর সম্ভাব্য স্পেসিফিকেশন ফাঁস করেছেন। যদিও এই সিরিজ আপাতত চীনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে বলে জানা গেছে, তবে Pro ভ্যারিয়েন্টটি গ্লোবাল মার্কেটে Poco F8 নামে লঞ্চ হতে পারে। আর বেস মডেলটি Poco X8 Pro নামে আন্তর্জাতিক বাজারে পা রাখতে পারে।

Redmi Turbo 5 এর সম্ভাব্য ফিচার ও স্পেসিফিকেশন

ডিজিটাল চ্যাট স্টেশন দাবি করেছেন যে, রেডমি টার্বো ৫ ডিভাইসে থাকবে ৬.৬ ইঞ্চি ডিসপ্লে, যার রেজোলিউশন হতে পারে ১.৫কে। স্ক্রিনের ধারগুলি থাকবে বড় R-অ্যাঙ্গেলে বাঁকানো, অর্থাৎ হাতে ভালোভাবে ধরা যাবে। আগের টার্বো ৪ মডেলে ছিল ৬.৬৭ ইঞ্চি ডিসপ্লে, অর্থাৎ নতুন ভার্সনের ডিসপ্লে সামান্য ছোট হবে।

রেডমি টার্বো ৫ ফোনের অন্যতম আকর্ষণ হতে পারে এর ফ্রেম। এতে প্লাস্টিকের বদলে মেটাল মিডল ফ্রেম দেওয়া হবে, যা একে আরও প্রিমিয়াম লুক ও মজবুত বিল্ড দিতে পারে। অর্থাৎ স্মার্টফোনটি একদম বাজেট রেঞ্জে আসবে না, আবার এটি প্রিমিয়াম ডিভাইসও হবে না।

পাওয়ার ব্যাকআপের জন্য আগের মডেলে ছিল ৬,৫৫০ এমএএইচ ব্যাটারি ও ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। নতুন Redmi Turbo 5 মডেলের ব্যাটারির ক্যাপাসিটিও কাছাকাছিই থাকবে। অন্যদিকে, Redmi Turbo 5 Pro মডেলটি আরও বড় ব্যাটারি সহ আসতে চলেছে, এতে ৮,০০০ এমএএইচ-এর ওপরে ব্যাটারি থাকতে পারে।