এক চার্জে চলবে 10 দিন, 22500mAh ব্যাটারি সহ লঞ্চ হল এই দুই স্মার্টফোন, রয়েছে নাইট ভিশন ক্যামেরা

Ulefone চীনে আজ নতুন দুটি রাগড স্মার্টফোন লঞ্চ করল, যাদের নাম Ulefone Armor 33 ও Armor 33 Pro। কোম্পানির অন্যান্য ডিভাইসের মতো এই ফোনগুলিও দুর্গম জায়গায় ব্যবহারের জন্য উপযুক্ত। এদের মূল আকর্ষণ ২২,৫০০ এমএএইচ ব্যাটারি। কোম্পানির দাবি, স্মার্টফোনগুলি ফুল চার্জে ১০ দিন পর্যন্ত চলতে পারে। এর পাশাপাশি, ডিভাইস দুটি আইপি রেটিং ও মিলিটারি গ্রেড সার্টিফিকেশন প্রাপ্ত। আর প্রো মডেলে 5G ও বেস মডেলে 4G কানেক্টিভিটি সাপোর্ট করবে।

Ulefone Armor 33, Armor 33 Pro এর ফিচার ও স্পেসিফিকেশন

Ulefone Armor 33 সিরিজের উভয় ফোনে ৬.৯৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে আছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। প্রো ভার্সনের পিছনে ৩.৪ ইঞ্চি সেকেন্ডারি স্ক্রিন উপস্থিত। এর মাধ্যমে নোটিফিকেশন বা কুইক ইনফো দেখা যাবে। ফটোগ্রাফির জন্য এগুলিতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৬৪ মেগাপিক্সেল নাইট ভিশন ক্যামেরা, ও ৫০ মেগাপিক্সেল আলট্রাওয়াইড লেন্স। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এগুলিতে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

পারফরম্যান্সের জন্য বেস মডেলে দেওয়া হয়েছে মিডিয়াটেক হেলিও ১০০ প্রসেসর এবং ১২ জিবি র‌্যাম। আর প্রো মডেলে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০এক্স প্রসেসর। এটি ১৬ জিবি র‌্যাম সহ এসেছে। দুটি মডেলেই ৫১২ জিবি স্টোরেজ পাওয়া যাবে এবং এগুলি অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে চলবে।

Ulefone Armor 33 ও Armor 33 Pro স্মার্টফোনে IP68 ও IP69K গ্রেডের জল ও ধুলো প্রতিরোধ ক্ষমতা রয়েছে এবং ফোন দুটি MIL-STD-810H মিলিটারি সার্টিফিকেশন প্রাপ্ত, অর্থাৎ পড়ে গেলেও সহজে ভাঙবে না। পাওয়ার ব্যাকআপের জন্য উভয় মডেলে ২২,৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং ও ১০ ওয়াট রিভার্স চার্জিং সাপোর্ট করবে।

Ulefone Armor 33, Armor 33 Pro এর দাম ও লভ্যতা

Ulefone এখনও এদের দাম নিশ্চিত করেনি। তবে জানা গেছে, আগামী ১৮ আগস্ট থেকে কোম্পানির অফিসিয়াল সাইট ও AliExpress থেকে স্মার্টফোন দুটি পাওয়া যাবে। লঞ্চ অফার হিসেবে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন ক্রেতারা।