Online Gaming Bill 2025: সমাজের জন্য বিপজ্জনক, ভারতে বন্ধ সমস্ত রিয়েল-মানি গেমিং প্ল্যাটফর্ম

ভারত সরকারের নতুন অনলাইন গেমিং বিল ২০২৫ (Online Gaming Bill 2025) সম্প্রতি লোকসভা ও রাজ্যসভায় পাশ হয়েছে। এই আইন কার্যকর হলে সরাসরি প্রভাব পড়বে অনলাইন গেমিং ইন্ডাস্ট্রির উপর। বিশেষ করে রিয়েল-মানি গেমিং অ্যাপগুলির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ই-স্পোর্টস ও অনলাইন সোশ্যাল গেম নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু রিয়েল-মানি গেমিং এখন সমাজের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে।
রিয়েল-মানি গেমিং কথার অর্থ কী?
ভারতে গত কয়েক বছরে রিয়েল-মানি গেমিং নিয়ে তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। মূলত মোবাইলের মাধ্যমেই এই গেম খেলা যায়, যারমধ্যে রয়েছে ফ্যান্টাসি স্পোর্টস, পোকার, রামি বা লুডো। এক্ষেত্রে ব্যবহারকারীদের টাকা দিয়ে গেমে অংশ নিতে হয় এবং জয়ী হলে আসল টাকা পাওয়া যায়।
বন্ধ হচ্ছে রিয়েল-মানি গেমিং অ্যাপ
তবে নতুন আইন অনুযায়ী, এই ধরনের প্ল্যাটফর্মগুলির উপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ফলে ব্যবহারকারীরা আর এই ধরনের গেম খেলতে পারবে না। যদিও সোশ্যাল গেম আগের মতোই খেলা যাবে।
জনপ্রিয় রিয়েল-মানি গেমিং প্ল্যাটফর্ম
ভারতে এই মুহূর্তে একাধিক জনপ্রিয় রিয়েল-মানি প্ল্যাটফর্ম রয়েছে। এই প্ল্যাটফর্মগুলি থেকে বিনোদনের পাশাপাশি নগদ অর্থ জেতার সুযোগ পাওয়া যেত। নীচে এই ধরনের কয়েকটি প্ল্যাটফর্মের নাম দেওয়া হল।
- WinZO
- Zupee
- Paytm First Games
- Mobile Premier League (MPL)
- Dream11
- RummyCircle, RummyCulture ও Junglee Rummy
- Gamezy
- Pocket52
বিশ্বস্ত সূত্র মারফত জানা গেছে, Dream11 সহ একাধিক প্ল্যাটফর্ম ইতিমধ্যেই তাদের কর্মচারীদের কোম্পানির কাজ সীমিত করার কথা জানিয়ে দিয়েছে। ভবিষ্যতে হয়তো এদের মধ্যে বেশিরভাগ প্ল্যাটফর্ম বন্ধ হয়ে যাবে।