চলতি বছরে একসঙ্গে লঞ্চ হচ্ছে OnePlus 15 ও OnePlus Ace 6, থাকবে 7000mAh ব্যাটারি

OnePlus ফ্যানদের জন্য সুখবর। এই বছরের অক্টোবরে বাজারে আসতে চলেছে কোম্পানির দুটি নতুন ফোন – OnePlus 15 ও OnePlus Ace 6। টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন আজ এই তথ্য সামনে এনেছেন। শুরুতে চীনে লঞ্চ হলেও, এর কয়েক মাসের মধ্যে স্মার্টফোন দুটি অন্যান্য বাজারে চলে আসবে। OnePlus এর এই দুই ডিভাইসের সাথে প্রতিদ্বন্দ্বিতা চলবে Redmi K90 সিরিজের। আসুন OnePlus 15 ও OnePlus Ace 6 সম্পর্কে এখনও পর্যন্ত কি কি তথ্য ফাঁস হয়েছে জেনে নেওয়া যাক।
OnePlus 15 এর ফিচার ও স্পেসিফিকেশন (সম্ভাব্য)
রিপোর্ট অনুযায়ী, ওয়ানপ্লাসের এই ফ্ল্যাগশিপ ফোনে ব্যবহার করা হতে পারে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন এলিট ২ প্রসেসর। সামনে দেখা যাবে ৬.৭৮ ইঞ্চি ২কে এলটিপিও ওএলইডি ডিসপ্লে, যার চারপাশে সরু বেজেল থাকবে। পাওয়ার ব্যাকআপের জন্য OnePlus 15 স্মার্টফোনে ৭০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে, যা ১০০ ওয়াট ওয়্যার্ড ও ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে।
এছাড়া এতে মেটাল মিড-ফ্রেম, IP68/69 রেটিং এবং আল্ট্রাসোনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের মতো প্রিমিয়াম ফিচার থাকবে।
OnePlus Ace 6 সিরিজের থাকবে দুটি মডেল
টিপস্টার বলেছেন, Ace 6 সিরিজের অধীনে দুটি মডেল আসবে – Ace 6 এবং Ace 6 Pro। যদিও প্রো ভার্সন অক্টোবরে লঞ্চ হবে কিনা, তা এখনও স্পষ্ট নয়। ডিজিটাল চ্যাট স্টেশন জানিয়েছেন, OnePlus 15 এবং Ace 6 একসাথে লঞ্চ হতে পারে। এদের কিছুদিন পরে আসবে Ace 6 Pro।
OnePlus Ace 6 এর ফিচার
Ace 6 ডিভাইসে থাকতে পারে ৬.৮৩ ইঞ্চি ১.৫কে ওএলইডি ডিসপ্লে, যা ১৬৫ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। এতে পাওয়া যেতে পারে স্ন্যাপড্রাগন ৮ সিরিজের চিপ, বিশাল ৭৮০০ এমএএইচ ব্যাটারি এবং আল্ট্রাসোনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই ফোনে IP68 ওয়াটার-ডাস্ট রেজিস্ট্যান্ট রেটিং থাকবে।