Redmi Note 14 Pro+ থেকে Vivo X200 সিরিজ, সিলিকন কার্বন ব্যাটারি সহ আসা সেরা স্মার্টফোন দেখুন

ধীরে ধীরে স্মার্টফোন ক্রেতাদের চাহিদা বদলে যাচ্ছে। ২০২৫ সালে এসে ক্রেতারা ভালো ক্যামেরার পাশাপাশি উন্নত ডিসপ্লে বা AI ফিচারে পরিপূর্ণ ফোন খোঁজ করছেন। তবে আগের মতো এখনও শক্তিশালী ব্যাটারির স্মার্টফোনের জনপ্রিয়তা আছে। এই কারণে ব্র্যান্ডগুলি নতুন নতুন ব্যাটারি প্রযুক্তির উপর কাজ করছে। এখন বাজারে এসেছে সিলিকন-কার্বন ব্যাটারির ডিভাইস, যা‌ দীর্ঘ সময় ব্যাকআপ দেয়। এই প্রতিবেদনে আমরা সিলিকন-কার্বন ব্যাটারি সহ আসা ফোনগুলি সম্পর্কে আলোচনা করবো।

সিলিকন-কার্বন ব্যাটারির স্মার্টফোন

OnePlus 13

ওয়ানপ্লাস ১৩ ফোনে আছে ৬০০০ এমএএইচ ডুয়েল-সেল সিলিকন-কার্বন ব্যাটারি। এই ব্যাটারির এনার্জি ডেনসিটি ৮০৫Wh/L। এই ব্যাটারি ১০০ ওয়াট SuperVOOC ওয়্যার্ড, ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। ভারতে এর দাম শুরু হয়েছে ৬২,৯৯৯ টাকা থেকে।

Vivo X200 সিরিজ

Vivo X200 Pro মডেলে ৬০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৯০ ওয়াট ওয়্যার্ড ও ৩০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। আর সিরিজের বেস মডেল অর্থাৎ X200 তে আছে ৫৮০০ এমএএইচ ব্যাটারি। পারফরম্যান্সের জন্য উভয় ডিভাইসে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ চিপ। আর Pro ভার্সনে রয়েছে ২০০ মেগাপিক্সেল ISOCELL HP9 ক্যামেরা। ভারতে এই সিরিজের দাম শুরু হয়েছে ৬৫,৯৯৯ টাকা থেকে।

Xiaomi 15 সিরিজ

Xiaomi পাতলা ডিজাইন বজায় রেখে তাদের ফ্ল্যাগশিপ সিরিজ লঞ্চ করেছে। এর বেস মডেলে ৫২৪০ এমএএইচ সিলিকন-কার্বন ব্যাটারি দেওয়া হয়েছে। আর Ultra মডেলে আছে ৫৪১০ এমএএইচ ব্যাটারি। ফটোগ্রাফির জন্য এতে আছে ২০০ মেগাপিক্সেল Leica টেলিফটো লেন্স। এই সিরিজের দাম শুরু হয়েছে ৬৪,৯৯৯ টাকা।

Oppo Find X8 Pro ও Honor Magic 7 Pro

Oppo Find X8 Pro ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হয়েছে ৫৯১০ এমএএইচ ব্যাটারি, যা ৮০ ওয়াট ওয়্যার্ড ও ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। অন্যদিকে, Honor Magic 7 Pro মডেলে রয়েছে ৫৮৫০ এমএএইচ ব্যাটারি ও ১০০ ওয়াট চার্জিং সাপোর্ট।

Redmi Note 14 Pro+

মিড রেঞ্জে আসা এই রেডমি স্মার্টফোনে ৬২০০ এমএএইচ সিলিকন-কার্বন ব্যাটারি পাওয়া যাবে। এই ব্যাটারি ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। সাথে রয়েছে ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও ২০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ভারতে এর দাম ২৯,৯৯৯ টাকা।