চীনের বিপুল জনপ্রিয় স্মার্টফোন আসছে ভারতে, ক্যামেরা পুরো তাক লাগিয়ে দেবে

দেশের স্মার্টফোন মার্কেটে দাপট দেখাচ্ছে ভিভো। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, ২০২৪ সালের চতুর্থ ত্রৈমাসিকে (অক্টোবর-ডিসেম্বর) বিক্রির নিরিখে স্যামসাং, শাওমিকে টপকে শীর্ষস্থান দখল করেছে চাইনিজ ব্র্যান্ডটি। বর্তমানে সংস্থাটির দুই ফ্ল্যাগশিপ ফোন বিক্রি হয় ভারতে — Vivo X200 এবং X200 Pro। তবে সূত্রের দাবি, Vivo X সিরিজের আরও একটি দুর্দান্ত ফোন দেশে আসতে চলেছে।
টিপস্টার অভিষেক যাদব তাঁর এক্স (সাবেক টুইটার) পোস্টে বলেছে, ভিভো তাদের X সিরিজের আরেকটি ফোন এপ্রিলে ভারতীয় বাজারে লঞ্চ করবে। তবে ঠিক কোন মডেল উল্লেখ না করলেও X200 Pro Mini লঞ্চেরই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এটি প্রাথমিকভাবে X200 এবং X200 Pro-এর পাশাপাশি চীনে মুক্তি পেয়েছিল। কিন্তু ভারত সহ বিশ্ব বাজারে এখনও লঞ্চ হয়নি।
আরেকটি সম্ভাবনা হল আসন্ন X200 Ultra। যদিও ভারতে ফোনটির লঞ্চের সম্ভাবনা কম। কারণ অতীতে X সিরিজের Ultra ভেরিয়েন্ট সাধারণত চাইনিজ মার্কেটের জন্য এক্সক্সুসিভ থেকেছে। আপকামিং X200S মডেলটিকেও একই সারিতে ফেলা যায়। তাই সমস্ত সম্ভাবনা বিচার করে Vivo X200 Pro Mini ভারতে লঞ্চের জন্য উপযুক্ত বলে অনুমান করা হচ্ছে।
Vivo X200 Pro Mini ফিচার্স (চাইনিজ মডেল)
ভিভোর এই স্মার্টফোনের চাইনিজ মডেল দুর্ধর্ষ ফিচার্সে ভরপুর। এতে ৪,৫০০ নিটস ব্রাইটনেস ও ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৩১ ইঞ্চি এলটিপিও ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ প্রসেসর, ৫০ এমপি ওয়াইড অ্যাঙ্গেল প্রাইমারি ক্যামেরা, ৫০ এমপি আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, ৫০ এমপি টেলিফটো (১০০x ডিজিটাল জুম, ৩x অপটিক্যাল জুম), ৩২ এমপি সেলফি ক্যামেরা, মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ প্রসেসর, ও ৫,৭০০ এমএএইচ ব্যাটারি আছে, যা ৯০ ওয়াট ওয়্যার্ড এবং ৩০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।