বড়সড় ক্যামেরা আপগ্রেড সহ আসবে Samsung Galaxy S26+ বা Galaxy S26 Edge, নতুন রিপোর্টে তথ্য ফাঁস

২০২৬ সালের শুরুতেই বাজারে আসতে চলেছে Samsung Galaxy S26 সিরিজ। যদিও সংস্থার তরফে এখনও কিছু জানানো হয়নি, তবে ইতিমধ্যেই বিভিন্ন রিপোর্ট থেকে এই সিরিজ সম্পর্কে নানা ধরনের তথ্য সামনে এসেছে। আর এর মধ্যে সবচেয়ে আলোচিত বিষয় হল Samsung Galaxy S26 সিরিজের ক্যামেরা আপগ্রেড। জানা গেছে, এই সিরিজের আল্ট্রা এবং প্লাস (বা এজ) মডেলে বড়সড় আপগ্রেড দেখা যাবে। এর আগেও আমরা স্যামসাং কে প্রতি বছর ‘S’ সিরিজের ক্যামেরা প্রযুক্তিতে কিছু না কিছু নতুনত্ব আনতে দেখেছি।

Samsung Galaxy S26 সিরিজে থাকতে পারে তিনটি মডেল

জার্মানির সংবাদ সংস্থা Winfuture.de সম্প্রতি একটি প্রতিবেদনে জানিয়েছে, গ্যালাক্সি এস২৬ সিরিজের অধীনে আসা তিনটি ফোনের কোডনেম হতে পারে “NPA1”, “NPA2”, ও “NPA3″। এখানে “NPA” শব্দটি বোঝাচ্ছে “নেক্সট প্যারাডাইম,” অর্থাৎ একটা নতুন অধ্যায়ের সূচনা। উল্লেখ্য, এস২৫ সিরিজের কোডনেম ছিল PA1, PA2 ও PA3।

তিনটি ফোনের মধ্যে “NPA2” মডেল নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। এটি হয়তো Galaxy S26+ হবে, তবে একাধিক রিপোর্টে বলা হয়েছে, এই ফোনের জায়গা নিতে পারে নতুন Edge মডেল। আর এই ডিভাইসে ৫০ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা থাকতে পারে। যেখানে আগের মডেলে ছিল ১২ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড সেন্সর।

এদিকে, Galaxy S26 Ultra মডেলে থাকতে পারে ৫এক্স অপটিক্যাল জুম সহ ৫০ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা। এছাড়া পাওয়া যাবে আল্ট্রাওয়াইড সেন্সরও, যদিও এর স্পেসিফিকেশন এখনো জানা যায়নি। তবে এতে থাকতে পারে ১/১.১-ইঞ্চি সাইজের ২০০ মেগাপিক্সেল সনি CMOS সেন্সর, যা আগের ১/১.৩-ইঞ্চি সেন্সরের তুলনায় বড়।

এছাড়া Samsung Galaxy S26 সিরিজে থাকবে স্ন্যাপড্রাগন ৮ এলিট ২ ফর গ্যালাক্সি প্রসেসর। ডিভাইসগুলি লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক অপারেটিং সিস্টেমে চলবে। এই সিরিজের দাম আগের মতোই থাকবে বলে আমাদের অনুমান।