AI ফিচার সহ কাল লঞ্চ হচ্ছে Realme 15 5G ও Realme 15 Pro 5G, দাম ও ফিচার দেখে নিন

রিয়েলমি আগামী ২৪ জুলাই সন্ধ্যা ৭টায় ভারতে লঞ্চ করতে চলেছে Realme 15 5G সিরিজ। এই সিরিজের অধীনে আসবে – Realme 15 5G ও Realme 15 Pro 5G। রিয়েলমির অফিসিয়াল ওয়েবসাইট ও ফ্লিপকার্টে ইতিমধ্যেই এদের জন্য একটি মাইক্রোসাইট লাইভ করা হয়েছে। আর এই মাইক্রোসাইটগুলি থেকে এদের একাধিক গুরুত্বপূর্ণ ফিচার সামনে আনা হচ্ছে। জানা গেছে, প্রো ভ্যারিয়েন্টটি ‘AI পার্টি ফোন’ হিসেবে আসবে, অর্থাৎ এতে নতুন ধরনের AI ফিচার থাকবে।
Realme 15 5G ও Realme 15 Pro 5G এর দাম ও সেলের তারিখ
যদিও রিয়েলমির তরফে এখনও এদের দাম জানানো হয়নি, তবে ফাঁস হওয়া Realme 15 Pro 5G-এর বক্সে লেখা আছে, এর মূল্য ৩৯,৯৯৯ টাকা ধার্য করা হবে। ফলে এটি ৩০,০০০-৩৫,০০০ টাকার মধ্যে পাওয়া যেতে পারে। অপরদিকে, বেস মডেলের সম্ভাব্য দাম রাখা হতে পারে ১৮,০০০ টাকা থেকে ২০,০০০ টাকার মধ্যে।
জানিয়ে রাখি, ফোন দুটি লঞ্চের পর ফ্লিপকার্ট এবং রিয়েলমির অফিসিয়াল ওয়েবসাইট থেকে কেনা যাবে। এদের সেলের তারিখ লঞ্চের সময় জানা যাবে।
Realme 15 5G ও Realme 15 Pro 5G এর ডিজাইন ও কালার অপশন
Realme 15 5G ডিভাইসটি তিনটি কালার অপশনে আসতে পারে – ফ্লোয়িং সিলভার, সিল্ক পিঙ্ক, এবং ভেলভেট গ্রিন। আর প্রো ভ্যারিয়েন্ট ফ্লোয়িং সিলভার ও সিল্ক পার্পেল কালার অপশনে পাওয়া যাবে। ফোন দুটি যথাক্রমে ৭.৬৬ মিমি ও ৭.৬৯ মিমি পুরু হবে।
উভয় স্মার্টফোনে তিনটি রিয়ার ক্যামেরা থাকবে, তবে সাধারন মডেলে একটি ক্যামেরার ভূমিকা শুধুই কসমেটিক বলেই মনে করা হচ্ছে। এদের পাওয়ার ও ভলিউম বাটন দেখা যাবে ডান পাশে এবং হ্যান্ডসেটগুলি IP69 রেটিং সহ আসবে।
Realme 15 5G ও Realme 15 Pro 5G এর সম্ভাব্য ফিচার
ডিসপ্লে ও পারফরম্যান্স
Realme 15 5G সিরিজের উভয় মডেলেই থাকবে ৬.৮ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১৪০ হার্টজ, টাচ স্যাম্পলিং রেট ২৫০০ হার্টজ ও ব্রাইটনেস ৬৫০০ নিটস। ডিসপ্লের সুরক্ষার জন্য ব্যবহার করা হবে গরিলা গ্লাস এবং এগুলিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যাবে।
Realme 15 Pro 5G মডেলে পারফরম্যান্সের জন্য দেওয়া হবে স্ন্যাপড্রাগন ৭ জেন ৪ চিপসেট, যা ১.১ মিলিয়নের বেশি আনটুটু স্কোর করেছে। গেমারদের জন্য এতে থাকবে জিটি বুস্ট ৩.০, গেমিং কোচ ২.০ এবং এআই আল্ট্রা কন্ট্রোল। অন্যদিকে, বেস মডেল চালিত হবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ প্লাস প্রসেসর দ্বারা। দুটি ডিভাইস চলবে অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক রিয়েলমি ইউআই কাস্টম স্কিনে।
ক্যামেরা ও ব্যাটারি
Realme 15 5G স্মার্টফোনে ফটোগ্রাফির জন্য দেওয়া হবে ৫০ মেগাপিক্সেল ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ, আর প্রো ভার্সনে থাকবে Sony IMX896 সেন্সর সহ ট্রিপল ক্যামেরা সেটআপ, যা OIS সাপোর্ট করবে। দুই মডেলের সামনে-পিছনে ৪কে ভিডিও রেকর্ডিং সাপোর্ট করবে।
পাওয়ার ব্যাকআপের জন্য এই সিরিজে ৭০০০ এমএএইচ ব্যাটারি পাওয়া যাবে, যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। রিয়েলমি দাবি করছে, ফুল চার্জে এগুলি Spotify-তে ৮৩ থেকে ১১৩ ঘণ্টা পর্যন্ত মিউজিক শুনতে দেবে।