২০০ মেগাপিক্সেল ক্যামেরা ফোন Redmi Note 13 Pro 5G এখন বাম্পার ডিসকাউন্টে, এখান থেকে কিনুন

মোবাইল ফটোগ্রাফি জনপ্রিয় হওয়ার সাথে সাথে ভালো ক্যামেরা স্মার্টফোনের চাহিদা বেড়েছে। তবে অনেকেই বাজেটের কারণে ভালো ক্যামেরা ফোন কিনতে পারেন না। কিন্তু এই প্রতিবেদনে আমরা এমন একটি অফারের সন্ধান দেবো, যেখানে Xiaomi-এর একটি ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ডিভাইস, অনেক কম দামে কিনে নেওয়া যাবে। এই স্মার্টফোনের নাম Redmi Note 13 Pro 5G। ভালো ক্যামেরা ছাড়াও এতে ১.৫কে রেজোলিউশনের ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৭এস জেন ২ প্রসেসর দেওয়া হয়েছে।

Redmi Note 13 Pro 5G এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন

রেডমি নোট সিরিজের এই ফোনের ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের আসল দাম ২১,৯৯৯ টাকা হলেও, ফ্লিপকার্টে এখন এটি মাত্র ১৯,৬৯৯ টাকায় তালিকাভুক্ত আছে। আবার Flipkart Axis ব্যাঙ্কের ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করলে ৫% ক্যাশব্যাক (৯৮৪ টাকা) পাওয়া যাবে। এমনকি ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করলেও কিছুটা ছাড় মিলবে। ডিভাইসটি কোরাল পার্পেল ও আর্কটিক হোয়াইট কালার অপশনে এসেছে।

Redmi Note 13 Pro 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

Redmi Note 13 Pro 5G ডিভাইসে ৬.৬৭ ইঞ্চি ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন ৭এস জেন ২ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এতে ২০০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা পাওয়া যাবে, যা OIS ও ৪এক্স ইন-সেন্সর জুম সাপোর্ট করবে।

এই ডিসপ্লের সুরক্ষার জন্য ব্যবহার করা হয়েছে গরিলা গ্লাস ভিক্টাস। আর এর সামনে ও পিছনে দুই দিকেই গ্লাস বডি উপস্থিত। সিকিউরিটির জন্য এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপস্থিত। পাওয়ার ব্যাকআপের জন্য এই স্মার্টফোনে ৫১০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।

ক্যামেরার কথা বললে, Redmi Note 13 Pro 5G ফোনের পিছনে ২০০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড লেন্স ও ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর উপস্থিত। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।