বড় সুখবর, Xiaomi, Redmi ও Poco ফোনে আসছে Android 16 আপডেট, আপনার ডিভাইস পাবে তো?

অ্যান্ড্রয়েড ১৬ (Android 16) এর বিটা ভার্সন এখনও গুগলের পিক্সেল ফোন ছাড়া অন্যান্য ব্র্যান্ডে ডিভাইসে ঠিকমতো পৌঁছায়নি। তবে অন্যদের পিছনে ফেলে Xiaomi ইতিমধ্যেই তাদের কিছু স্মার্টফোনের জন্য এই নতুন সফটওয়্যার ভিত্তিক আপডেট রোল আউট করেছে। উল্লেখ্য, গুগল এবার নির্ধারিত সময়ের আগেই অর্থাৎ গত জুন মাসে অ্যান্ড্রয়েড ১৬ এর বিটা ভার্সন রিলিজ হয়েছে। আর তার পরপরই Xiaomi এই নতুন ওএস ভিত্তিক HyperOS 2.3 কাস্টম স্কিনের আপডেট ডিভাইসে পৌঁছে দিতে শুরু করেছে।

কোন কোন Xiaomi ফোন পেয়েছে Android 16 আপডেট

ইতিমধ্যেই Xiaomi 15 মডেলে অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক হাইপারওএস ২.৩ কাস্টম স্কিনের আপডেট পৌঁছেছে। তারপর কয়েকদিন আগে Xiaomi 14T Pro ফোনেও এই আপডেট এসেছে। যদিও এখনো পর্যন্ত নির্দিষ্ট কোনো রোডম্যাপ ঘোষণা করেনি শাওমি। তবে আশা করা যায় প্রিমিয়াম ও ফ্ল্যাগশিপ ডিভাইসগুলির জন্য প্রথমে আপডেট রোলআউট করা হবে।

কোন কোন Xiaomi ডিভাইসে আসছে HyperOS 2.3 আপডেট

আগেই বলেছি যে, শাওমি এখনও পর্যন্ত অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক হাইপারওএস ২.৩ আপডেটের অফিসিয়ালি লিস্ট প্রকাশ করেনি। তবে কোম্পানির আপডেট নীতির উপর ভিত্তি করে আমরা একটি লিস্ট তৈরি করেছি। এই তালিকায় রয়েছে Xiaomi 15 সিরিজ, Xiaomi 14, 13 ও Civi সিরিজের ফোনগুলি। পাশাপাশি Xiaomi Pad 6 ও 7 সিরিজের ট্যাবলেটগুলিও এই আপডেট পাবে বলে আমাদের বিশ্বাস।

এদিকে Redmi সিরিজেও বিভিন্ন ডিভাইস, যেমন Note 14, Note 13, Redmi K80, K70 এবং Redmi Pad ফোনেও এই আপডেট আসবে। আর Poco-র F7, X7, M7 ও C সিরিজের কয়েকটি মডেলও নতুন কাস্টম স্কিনের আপডেট পাবে।

Android 16 ওএসে কি কি নতুন ফিচার থাকছে

অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেমে অ্যাপগুলির মধ্যে স্যুইচ দ্রুত হবে। অ্যানিমেশন এবং ট্রানজিশনগুলি আগের চেয়ে অনেক বেশি স্মুথ হবে। সিকিউরিটির দিক থেকেও অ্যান্ড্রয়েড ১৬ বেশ উন্নত। নতুন প্রাইভেসি স্যান্ডবক্স ফিচার এতে যুক্ত হয়েছে।