Oppo A6 Pro 5G হাই বাজেট রেঞ্জে ৮ জিবি র্যাম সহ আসছে, দেখা গেল Geekbench-এ

ওপ্পো গত কয়েকমাস ধরে A সিরিজের নতুন স্মার্টফোন হিসেবে Oppo A6 Pro 5G এর উপরে কাজ করছে। কয়েকদিন আগে একে TUV সার্টিফিকেশন ওয়েবসাইটে দেখা গিয়েছিল। আজ আবার ফোনটি বেঞ্চমার্কিং প্ল্যাটফর্ম Geekbench-এ উপস্থিত হয়েছে। এখান থেকে Oppo A6 Pro 5G এর প্রসেসর, র্যাম ও অপারেটিং সিস্টেম সম্পর্কে জানা গেছে। আশা করা যায়, ডিভাইসটি কয়েক সপ্তাহের মধ্যে লঞ্চ হতে চলেছে।
Oppo A6 Pro 5G কে খুঁজে পাওয়া গেল Geekbench-এ
Geekbench বেঞ্চমার্ক প্ল্যাটফর্ম অনুযায়ী, Oppo A6 Pro 5G এর মডেল নম্বর হল CPH2781। সিঙ্গেল কোর টেস্টে ডিভাইসটি ৭৩৬ এবং মাল্টি-কোর টেস্টে ২০১০ পয়েন্ট অর্জন করেছে। এই স্কোর দেখে অনুমান করা যায় যে, ডিভাইসটি হাই বাজেট রেঞ্জে আসবে।
মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর থাকবে
আর এতে পারফরম্যান্সের জন্য মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ চিপসেট ব্যবহার করা হবে। গিকবেঞ্চের লিস্টিং থেকে জানা গেছে, এই অক্টা-কোর চিপসেটের ছয়টি কোর ২.০০ গিগাহার্টজ ক্লক স্পিডে এবং বাকি দুটি কোর ২.৪০ গিগাহার্টজ ক্লক স্পিডে কাজ করবে। এতে মালি-জি৫৭ জিপিইউ দেওয়া হবে।
৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ আসবে
আর গিকবেঞ্চে, স্মার্টফোনটি ৮ জিবি র্যাম সহ অন্তর্ভুক্ত হয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমে চলবে। এর আগে TUV সার্টিফিকেশন ওয়েবসাইট থেকে জানা গেছে, A6 Pro ফোনে থাকবে ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
তবে এখনও এই ফোনের ক্যামেরা, ডিসপ্লে বা অন্যান্য স্পেসিফিকেশন অজানা। আশা করা যায়, বিভিন্ন সার্টিফিকেশন সাইট থেকে Oppo A6 Pro 5G এর অজানা ফিচারগুলি আগামী কয়েক সপ্তাহের মধ্যে সামনে আসবে।