পাবেন তুখোড় পারফরম্যান্স, iPhone 17 সিরিজের RAM বাড়াচ্ছে অ্যাপল

অ্যাপলের নতুন iPhone 17 সিরিজ বাজারে আসতে এখনো কয়েক মাস বাকি। যদিও তার আগে থেকেই এই সিরিজের ডিভাইসগুলির সম্পর্কে বিভিন্ন তথ্য সামনে আসতে শুরু করেছে। সাম্প্রতিক একটি রিপোর্টে দাবি করা হয়েছে, অ্যাপল এবার তাদের iPhone 17 সিরিজের তিনটি মডেলের র্যাম বাড়িয়ে ১২ জিবি করতে চলেছে। অর্থাৎ, যারা আইফোনে আরও ভালো পারফরম্যান্স চান, তারা এই সিরিজের মডেলগুলি বেছে নিতে চাইবে।
iPhone 17 সিরিজের র্যাম বাড়ছে
ম্যাকরিউমারস এর এই রিপোর্টে বলা হয়েছে, আসন্ন iPhone 17 Pro, iPhone 17 Pro Max এবং iPhone 17 Air মডেলে থাকবে ১২ জিবি র্যাম। যেখানে iPhone 16 Pro মডেলগুলিতে ছিল ৮ জিবি র্যাম। বিশেষ ব্যাপার হল, এই প্রথম কোনও নন-প্রো আইফোন মডেলেও ১২ জিবি র্যাম পাওয়া যাবে।
তবে, বেস মডেল অর্থাৎ আইফোন ১৭ আগের মতোই ৮ জিবি র্যাম সহ আসবে। এতে অবাক হওয়ার কিছু নেই। কারণ বেস মডেলে আমরা খুব বেশি পরিবর্তন দেখি না এবং এর দামও কয়েক বছর ধরে একই রাখছে অ্যাপল।
iPhone 17 সিরিজের সম্ভাব্য র্যাম কনফিগারেশন
আইফোন ১৭: ৮ জিবি র্যাম
আইফোন ১৭ এয়ার: ১২ জিবি র্যাম
আইফোন ১৭ প্রো: ১২ জিবি র্যাম
আইফোন ১৭ প্রো ম্যাক্স: ১২ জিবি র্যাম
এদিকে জনপ্রিয় টিপস্টার, ফিক্সড ফোকাস ডিজিটাল দাবি করেছেন, আপন্ন আইফোন ১৭ এয়ার মডেলে থাকবে A19 Pro চিপ, যেটা প্রো মডেলগুলিতেও ব্যবহার করা হবে। তবে এয়ার মডেলের চিপে ৫-কোর জিপিইউ থাকবে, যেখানে প্রো মডেলগুলিতে পাওয়া যাবে ৬-কোর জিপিইউ।
আইফোনে র্যাম বাড়ানোর পিছনে একটি বড় কারণ হল iOS 26 অপারেটিং সিস্টেমে আসা নতুন অ্যাপল ইন্টেলিজেন্স ফিচার। এগুলি মূলত অন-ডিভাইস মেশিন লার্নিং নির্ভর, তাই বেশি র্যাম থাকাটা খুব জরুরি।
iPhone 17 সিরিজ কবে লঞ্চ হবে
সব ঠিক থাকলে চলতি বছরের সেপ্টেম্বরএ iPhone 17 সিরিজের লঞ্চ হবে। এই ইভেন্টেই iOS 26-এর স্টেবল ভার্সন রিলিজ করা হতে পারে। যদিও অ্যাপল এখনও কিছু নিশ্চিত করেনি।