হ্যাকাররা নাগাল পাবে না, Samsung Galaxy S23 সিরিজে এল জুলাই মাসের সিকিউরিটি সফটওয়্যার আপডেট

Samsung Galaxy S23 সিরিজের ফোন ব্যবহারকারীদের সুখবর। সম্প্রতি এই সিরিজের ডিভাইসে এসেছে নতুন আপডেট। এর সাথে জুলাই ২০২৫-এর সিকিউরিটি প্যাচ যুক্ত করা হয়েছে। আপডেটটি বর্তমানে ইউরোপের ব্যবহারকারীদের জন্য আনা হয়েছে। যদিও আগেই এই আপডেট দক্ষিণ কোরিয়ায় রোলআউট করা হয়েছিল। আসুন নয়া এই সফটওয়্যার আপডেট সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Samsung Galaxy S23 সিরিজে এল জুলাই ২০২৫ সিকিউরিটি আপডেট

ইউরোপে Galaxy S23, S23 Plus এবং S23 Ultra মডেলে এই নতুন আপডেট এসেছে, যদের বিল্ড নম্বর যথাক্রমে S911BXXS8DYG1, S916BXXS8DYG1 ও S918BXXS8DYG1। যদিও এই আপডেট ফোনগুলিতে কোনো নতুন ফিচার যোগ করবে না বা ইউআই তে কোনো পরিবর্তন আনবে না, এর মূল লক্ষ্য হল ডিভাইসের নিরাপত্তা জোরদার করা এবং সিস্টেমের স্থায়িত্ব আরও মজবুত করা।

আরও সুরক্ষিত Samsung Galaxy S23 সিরিজ

স্যামসাং জানিয়েছে, এই আপডেটের মাধ্যমে স্মার্টফোনগুলিতে বেশ কিছু উন্নতি আনা হয়েছে, যদিও ব্যবহারকারীরা সাধারণ চোখে সেগুলি দেখতে পাবে না। তবে ডিভাইসগুলি আরও সুরক্ষিত হবে। এই আপডেট ডাউনলোডের পর Knox সিকিউরিটি আরও উন্নত হবে, Galaxy Watch এর সিস্টেম ইউআই টিউনিং, Samsung Account-এর নিরাপত্তা বাড়বে, Wi-Fi পাসওয়ার্ড সুরক্ষিত থাকবে, ব্লুটুথ কানেক্টিভিটি সংক্রান্ত বাগ ফিক্স হবে এবং Emergency SOS ফিচারে কিছু নতুনত্ব দেখা যাবে।

আসছে অ্যান্ড্রয়েড ১৬ আপডেট

জানিয়ে রাখি, Galaxy S23 সিরিজের জন্য এখন অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক One UI 8 কাস্টম স্কিন পরীক্ষা করা হচ্ছে। যদিও ব্যবহারকারীদের জন্য এই পরীক্ষামূলক বা বিটা ভার্সনটি রিলিজ হয়নি। আশা করা যায় কিছু মাসের মধ্যে বড় আপডেট চলে আসবে।

যাইহোক, জুলাই ২০২৫ সিকিউরিটি আপডেট এই মুহূর্তে ইউরোপ এবং দক্ষিণ কোরিয়ার ব্যবহারকারীদের জন্য আপাতত আনা হলেও, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই আপডেট অন্যান্য দেশেও রোলআউট হবে। যারা এই সিরিজের ফোন ব্যবহার করছেন, তাঁরা Settings > Software Update > Download and install অপশনে গিয়ে আপডেটট এসেছে কিনা চেক করতে পারেন।