ভারতীয় Xiaomi ফোন ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, চলে এল HyperOS 2.2 আপডেট

এবার ভারতে চলে এল Xiaomi-এর HyperOS 2.2 আপডেট। জনপ্রিয় Xiaomi 14 Ultra ফোনে এই নতুন কাস্টম স্কিনের আপডেট এসেছে। যার ডাউনলোড সাইজ ১.৩ জিবি। আর এই আপডেটের ভার্সন নম্বর 2.0.201.0.VNAINXM। নতুন এই আপডেটের সাথে ২০২৫ সালের জুন মাসের অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাচ যুক্ত করা হয়েছে। ফলে ডিভাইসটি কেবল নতুন ফিচার পাবে না, এর সাথে ফোনের সিস্টেম আরও শক্তিশালী ও নিরাপদ হবে।

Xiaomi 14 Ultra ফোনে এল HyperOS 2.2 আপডেট

শাওমি ১৪ আল্ট্রা স্মার্টফোনে হাইপারওএস ২.২ আপডেটটি আগেই অন্যান্য দেশে রোলআউট হয়েছে, এখন এটি ভারতীয় ব্যবহারকারীদের কাছেও পৌঁছে গেল। আর এই আপডেট কেবল ডিভাইসের ইউজার ইন্টারফেসে নতুনত্ব আনবে না, এর সাথে নিরাপত্তা বাড়াবে।

HyperOS 2.2 আপডেটের সুবিধা

শাওমি হাইপারওএস ২.২ আপডেটের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল সিস্টেম লেভেলে করা একাধিক অপ্টিমাইজেশন। এখন অ্যাপ ওপেন বা ক্লোজ করার সময় অ্যানিমেশন অনেক বেশি স্মুথ থাকবে। সাবপেজে ঢোকা কিংবা অ্যাপ সুইচ করার সময় অ্যানিমেশন মাঝপথে আটকে যাবে না।

আবার নতুন আপডেটে হোম স্ক্রিনে রয়েছে বিশেষ চমক। ওয়ালপেপারে এখন ব্লার ইফেক্ট যোগ করার সুবিধা দেওয়া হয়েছে, আর ফুলস্ক্রিন ইন্ডিকেটরও দেখতে আরও চমৎকার। লক স্ক্রিনেও এসেছে বেশ কিছু আপডেট। নতুন ইস্টার্ন-স্টাইল টেমপ্লেট, লেন্স-ইফেক্ট ওয়ালপেপার এবং শর্টকাট কাস্টোমাইজেশনের সুবিধা ব্যবহারকারীদের লক স্ক্রিনকে আরও ব্যক্তিগত করে তুলবে।

এদিকে HyperOS 2.2 আপডেট ক্যামেরা অ্যাপেও পরিবর্তন আনবে। একেবারে নতুন লেআউট দেখা যাবে। মেনু ও সেটিংস গুলোকে রিঅর্গানাইজ করা হয়েছে, এবং ওয়াটারমার্কের পজিশন এখন ইউজাররা নিজের মতো করে বদলাতে পারবেন। এছাড়া সেটিংসে একটি নতুন শর্টকাট যোগ হয়েছে, যা হোম স্ক্রিন থেকেই সিস্টেম ন্যাভিগেশন অপশন খুলে দিতে পারে।