অভিজ্ঞতা বনাম তারুণ্যের ঝলক! মুম্বাইয়ের রোহিত নাকি হায়দরাবাদের অভিষেক শেষ হাসি হাসবে আজ

“জেনারেশন গোল্ড” বনাম “জেনারেশন বোল্ড” – এবারের আইপিএলে এই দুই শব্দ ঘুরেফিরে আসছে বারবার। কারণ আইপিএল ২০২৫ হল দুই প্রজন্মের খেলোয়াড়দের মধ্যে কঠিন লড়াইয়ের সেরা জায়গা। ঠিক যেমন আজ ওয়াংখেড়েতে আলোচনার কেন্দ্রে রয়েছেন দু’জন ভিন্ন প্রজন্মের ওপেনার – রোহিত শর্মা ও অভিষেক শর্মা।

চলতি মরসুমে দুই দলেরই পারফরম্যান্স চড়াই-উতরাইয়ে ভরা। একাধিক ম্যাচে জয়ের দোরগোড়ায় পৌঁছে হেরে গিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। অন্যদিকে, সানরাইজার্স হায়দরাবাদও শুরুতে ছন্দে না থাকলেও, গত ম্যাচে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে। ঘরের মাঠে পাঞ্জাব কিংসকে হারিয়ে আত্মবিশ্বাসে ভরপুর তারা। আবার মুম্বাই-ও শেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে জয়ের ছন্দে ফিরেছে। ফলে ওয়াংখেড়েতে আজ এক রুদ্ধশ্বাস লড়াইয়ের অপেক্ষায় দর্শকরা।

রোহিত শর্মা আন্তর্জাতিক ও আইপিএল ক্রিকেটে এক কিংবদন্তি নাম। যদিও এবারের আইপিএলে এখনো নিজেকে মেলে ধরতে ব্যর্থ তিনি। মুম্বাই ভক্তরা আশায় বুক বেঁধেছে, আজ হয়তো সেই ছেনা রূপেই ধরা দেবেন রোহিত। অন্যদিকে, অভিষেক শর্মা যেভাবে গত ম্যাচে ব্যাট হাতে ঝড় তুলেছেন, তা সানরাইজার্সের আক্রমণাত্মক ক্রিকেটে নতুন উদ্দীপনা এনেছে।

তবে হায়দরাবাদের টপ অর্ডার নির্ভরতাই চিন্তার বিষয়। মুম্বাইয়ের জসপ্রীত বুমরা, ট্রেন্ট বোল্ট, দীপক চাহারদের মতো দাপুটে বোলারদের সামনে তাদের টপ অর্ডার কতটা টিকতে পারে, সেটাই দেখার।

অন্যদিকে মুম্বাইয়ের সমস্যার জায়গা ওপেনিং জুটি। একাধিক পরিবর্তনের পরও স্থায়ী সমাধান মেলেনি। যদি রোহিত ফর্মে ফেরেন, তাহলে গোটা ব্যাটিং ইউনিটের চেহারাই বদলে যেতে পারে। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে আজকের ম্যাচে কী কৌশল নেয় মুম্বই, সেটাও নজরে থাকবে সবার।