Vivo X Fold 5 ফোল্ডেবল ফোনের বিক্রি শুরু হল, ডিসকাউন্ট সহ পাবেন ২৪ মাস নো কস্ট ইএমআই এর সুবিধা

সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে Vivo X Fold 5। আজ থেকে এর বিক্রি শুরু হল। কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট ছাড়াও Amazon, Flipkart এবং অন্যান্য বড় ই-কমার্স প্ল্যাটফর্ম থেকে ফোল্ডেবল স্মার্টফোনটি কেনা যাবে। এই ডিভাইসের মূল আকর্ষণ ডুয়েল ডিসপ্লে, যেখানে ৮.০৩ ইঞ্চি প্রাইমারি স্ক্রিন ও ৬.৫৩ ইঞ্চি স্ক্রিন উপস্থিত। এছাড়াও Vivo X Fold 5 ফোনে দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর, ৫০ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা ও ৬০০০ এমএএইচ ব্যাটারি।

Vivo X Fold 5 এর দাম ও সেল অফার

ভারতে Vivo X Fold 5 এর ১৬ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১,৪৯,৯৯৯ টাকা। এটি টাইটেনিয়াম গ্রে কালার অপশনে এসেছে।

লঞ্চ অফার হিসেবে, ভিভো এক্স ফোল্ড ৫ ফোন কেনার সময় SBI, HDFC, IDFC First, DBS, HSBC এবং Yes Bank-এর কার্ড ব্যবহার করে কিনলে ১০ শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। সাথে রয়েছে ২৪ মাসের নো-কস্ট ইএমআই অপশনের সুবিধা। এছাড়া ভিভো দিচ্ছে ১০ শতাংশ আপগ্রেড এক্সচেঞ্জ বোনাস এবং এক বছরের ফ্রি এক্সটেন্ডেড ওয়ারেন্টি।

Vivo X Fold 5 এর স্পেসিফিকেশন ও ফিচার

ডিসপ্লে

Vivo X Fold 5 ডিভাইসটি চলে অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ফানটাচওএস কাস্টম স্কিনে। এতে ৮.০৩ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে আছে, যার রেজোলিউশন ২২০০x২৪৮০ পিক্সেল। আর বাইরের অ্যামোলেড ডিসপ্লের সাইজ ৬.৫৩ ইঞ্চি, যার রেজোলিউশন ১১৭২x২৭৪৮। দুই স্ক্রিনই ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ৪৫০০ নিটস পিক ব্রাইটনেস, এইচডিআর১০ প্লাস এবং ডলবি ভিশন সাপোর্ট করে।

প্রসেসর ও ক্যামেরা

পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট ব্যবহার করা হয়েছে, সঙ্গে যুক্ত আছে ১৬ জিবি র‌্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ। ফটোগ্রাফির জন্য এর পিছনে ৫০ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান। এগুলি হল প্রাইমারি, টেলিফটো ও আলট্রাওয়াইড লেন্স। সামনে ২০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে।

ব্যাটারি ও বিল্ড কোয়ালিটি

পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৬,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৮০ ওয়াট ওয়্যার্ড ও ৪০ ওয়াট ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফোনটি IPX8, IPX9 এবং IP5X রেটিং সহ এসেছে।