BSNL আনল আজাদি কা প্ল্যান, ১ টাকায় রোজ ২ জিবি ডেটা সহ আনলিমিটেড কলিং

স্বাধীনতা দিবস উপলক্ষে ভারত সঞ্চার নিগম লিমিটেড বা BSNL তাদের গ্রাহকদের জন্য স্পেশাল প্ল্যান লঞ্চ করল। মাত্র ১ টাকা মূল্যের এই প্ল্যান রিচার্জ করলে পুরো এক মাসের জন্য ইন্টারনেট, কল ও এসএমএস এর সুবিধা পাওয়া যাবে। ‘আজাদি কা প্ল্যান’ (BSNL Azadi Ka Plan) নামে এই বিশেষ অফার স্বাভাবিকভাবেই সোশ্যাল মিডিয়ায় চর্চার বিষয় হয়ে উঠেছে। আসুন এই অফার সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

BSNL আনল ১ টাকার আজাদি কা প্ল্যান

সরকারি টেলিকম অপারেটরটি বরাবরই কম খরচে মোবাইল পরিষেবা দিয়ে থাকে। স্বাধীনতা দিবস উপলক্ষে আনা ১ টাকার BSNL Azadi Ka Plan রিচার্জ করলে গ্রাহকরা পাবেন আনলিমিটেড কলিংয়ের সুবিধা। এর সাথে মিলবে দৈনিক ডেটা, এবং প্রতিদিন ফ্রি ১০০টি এসএমএস। তবে মনে রাখবেন, এই অফার শুধুমাত্র নতুন গ্রাহকদের জন্য প্রযোজ্য। অর্থাৎ পুরানো গ্রাহকেরা এই প্ল্যান রিচার্জ করতে পারবেন না।

BSNL এর আজাদি কা প্ল্যান এর সুবিধা

BSNL এক্স হ্যান্ডেলে জানিয়েছে, ১ টাকার আজাদি কা প্ল্যানে প্রতিদিন ২ জিবি করে ডেটা পাওয়া যাবে। এর সাথে সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিংয়ের সুবিধা দেওয়া হবে। এই প্ল্যানের ভ্যালিডিট ৩০ দিন। আর বাড়তি পাওনা হিসেবে নতুন গ্রাহকরা বিনামূল্যে সিম পাবেন।

BSNL এর ২৯৯ টাকার প্ল্যান

আজাদি কা প্ল্যান নিয়ে আসার পাশাপাশি BSNL সম্প্রতি আরও একটি আকর্ষণীয় প্ল্যান লঞ্চ করেছে, যার মূল্য ২৯৯ টাকা। এখানে ৪৫ দিনের জন্য রোজ ২ জিবি করে হাই-স্পিড ডেটা পাওয়া যাবে। অর্থাৎ গ্রাহকরা মোট ৯০ জিবি ডেটা ব্যবহার করতে পারবেন। এছাড়া সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিংয়ের সুবিধা রয়েছে। সাথে বোনাস হিসেবে কিছু OTT কনটেন্টের সাবস্ক্রিপশনও মিলবে।