ওয়াটারপ্রুফ Oppo F29 5G ফোনে ৭০০০ টাকা ডিসকাউন্ট, উপর থেকে পড়লেও ভাঙবে না

আপনি যদি কম দামে ভালো ক্যামেরার ফোন কিনতে চান, তাহলে Flipkart দিচ্ছে দারুন সুবিধা। এই ই-কমার্স সাইটে Oppo F29 5G ডিভাইসটি বাম্পার ডিসকাউন্টে বিক্রি হচ্ছে। স্মার্টফোনটি এখন প্রায় ৭,০০০ টাকা ছাড়ে কেনা যাবে। বিশেষত্বের কথা বললে, ওপ্পোর এই মডেলটি জল-ধুলোতে নষ্ট হবে না। আবার উপরে থেকে পড়লেও ভাঙার সম্ভাবনা কম। কারণ Oppo F29 5G ডিভাইসটি IP69 ডাস্টপ্রুফ ও ওয়াটারপ্রুফ রেটিং সহ এসেছে। আবার এতে ৩৬০ ডিগ্রি ড্যামেজ-প্রুফ আর্মার বডি উপস্থিত।

Oppo F29 5G এর দাম ও অফার

Oppo F29 5G এর ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি ফ্লিপকার্টে এখন মাত্র ২৩,৯৯৯ টাকায় তালিকাভুক্ত আছে। যার আসল দাম ২৮,৯৯৯ টাকা। আর SBI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে আরও ২,৩৯৯ টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে।

যদিও অফার এখানেই শেষ নয়। ওপ্পো এফ২৯ ৫জি কেনার সময় পুরানো ফোন এক্সচেঞ্জ করলে সর্বোচ্চ ২০,৪৫০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। এই ছাড় নির্ভর করবে ডিভাইসের মডেল, বর্তমান অবস্থা ও কোম্পানির এক্সচেঞ্জ পলিসির উপর।

Oppo F29 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

Oppo F29 5G ফোনের সামনে দেখা যাবে ৬.৭ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬ জেন ১ চিপসেট ব্যবহার করা হয়েছে। এটি ৮ জিবি র‌্যাম এবং ১২৮/২৫৬ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে।

পাওয়ার ব্যাকআপের জন্য হ্যান্ডসেটে দেওয়া হয়েছে ৬৫০০ এমএএইচ ব্যাটারি, যা ৪৫ ওয়াট SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক কালার ওএস ১৫.০ কাস্টম স্কিনে চলবে।

ক্যামেরা সেটআপ

Oppo F29 5G স্মার্টফোনে ডুয়েল রিয়ার ক্যামেরা সহ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।