Samsung Galaxy A07, Galaxy F07, ও Galaxy M07 পেল ব্লুটুথ সার্টিফিকেশন, শীঘ্রই লঞ্চ হচ্ছে Galaxy A17

গত মাসে ভারতের ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস বা BIS সার্টিফিকেশন সাইটে উপস্থিত হয়েছিল স্যামসাংয়ের তিনটি এন্ট্রি-লেভেল স্মার্টফোন। যাদের মডেল নম্বর দেখে তখন ধারণা করা হয়েছিল, এগুলি Samsung Galaxy A07, Galaxy F07, এবং Galaxy M07 নামে আসতে পারে। ধারণা যে সত্যি ছিল তার প্রমাণ পাওয়া গেল এবার Bluetooth SIG সার্টিফিকেশন সাইটে। আজ এই সার্টিফিকেশন সাইটে তিনটি ফোনই নাম সহ তালিকাভুক্ত হয়েছে।

Samsung Galaxy A07, Galaxy F07, ও Galaxy M07 উপস্থিত হল Bluetooth SIG সাইটে

স্যামসাং গ্যালাক্সি এ০৭ ডিভাইসটি তিনটি আলাদা মডেল নম্বর সহ সার্টিফিকেশন সাইটে তালিকাভুক্ত হয়েছে – SM-A075F/DS, SM-A075M, ও SM-A075M/DS। আবার স্যামসাং গ্যালাক্সি এফ০৭ ও গ্যালাক্সি এম০৭ যথাক্রমে SM-E075F/DS এবং SM-M075F/DS মডেল নম্বর সহ অন্তর্ভুক্ত হয়েছে। যদিও এখান থেকে ফোনগুলির স্পেসিফিকেশন সামনে আসেনি, তবে একটা ব্যাপার নিশ্চিত যে, এই মডেলগুলিতে 5G সাপোর্ট করবে না।

যদিও আশা করা যায় যে স্যামসাং এই ফোনগুলির 5G মডেলও বাজারে আনবে। এর আগেও আমরা দক্ষিণ কোরিয়ার কোম্পানিটির একই কাজ করতে দেখেছি। অর্থাৎ বাজেট সেগমেন্টে ডিভাইসগুলির 4G ও 5G ভার্সন পাওয়া যাবে।

অন্য একটি খবরে, Samsung Galaxy A17 5G-এর অফিসিয়াল সাপোর্ট পেজ ইউরোপের কিছু দেশের স্যামসাং ওয়েবসাইটে লাইভ হয়েছে। ইউকে ও সুইজারল্যান্ডের ওয়েবসাইটে এই সাপোর্ট পেজ দেখা গেছে। ফলে ফোনটি শীঘ্রই বাজারে আসবে বলে মনে হচ্ছে। যদিও সাপোর্ট পেজ থেকে ফোনটির স্পেসিফিকেশন সামনে আসেনি।

তবে আগের কিছু রিপোর্ট থেকে জানা গেছে, Galaxy A17-এর 4G ও 5G মডেল লঞ্চ হবে। 4G মডেলটির মডেল নম্বর থাকবে SM-A175F এবং এতে সম্ভবত মিডিয়াটেক হেলিও জি৯৯ চিপসেট ব্যবহার করা হবে। অন্যদিকে 5G ভার্সনের মডেল নম্বর হবে SM-A176B। এতে ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে। সাথে থাকবে ৫,০০০ এমএএইচ ব্যাটারি।