Vivo T4R 5G হবে ভারতের সবচেয়ে পাতলা কোয়াড কার্ভড ডিসপ্লের ফোন, লঞ্চের আগেই বড় বার্তা

ভারতে আসছে ভিভোর নতুন ফোন। আগামী ৩১ জুলাই লঞ্চ হতে চলেছে Vivo T4R 5G। লঞ্চের আগে ডিভাইসটি সম্পর্কে ইতিমধ্যেই বিভিন্ন তথ্য সামনে এসেছে। কোম্পানির তরফে কয়েকদিন আগে এর ক্যামেরা ফিচার নিশ্চিত করা হয়েছে। আজ আবার Vivo T4R 5G স্মার্টফোনের ডিসপ্লে সংক্রান্ত তথ্য জানানো হয়েছে। লঞ্চের পর এটি Flipkart থেকে কেনা যাবে। ডিভাইসটি ভারতের স্লিমেস্ট কোয়াড কার্ভড ডিসপ্লে ফোন হবে।

Vivo T4R 5G এর ফিচার

ডিসপ্লে

ফ্লিপকার্ট থেকে জানা গেছে, Vivo T4R 5G মডেলটি মাত্র ০.৭৩৯ সেমি পুরু হবে। এই হ্যান্ডসেটটি প্রিমিয়াম ফিল দেবে। এতে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের অ্যামোলেড প্যানেল পাওয়া যাবে, যা এইচডিআর১০ প্লাস সাপোর্ট করবে এবং এই ডিসপ্লে SGS-এর লো ব্লু লাইট সার্টিফিকেশন প্রাপ্ত হবে।

ক্যামেরা

ফোনটি IP68/IP69 ডাস্ট ও ওয়াটার প্রুফ রেটিং সহ আসবে। ফটোগ্রাফির জন্য ভিভো টি৪আর এর পিছনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি Sony সেন্সর পাওয়া যাবে, যা OIS সাপোর্ট করবে, সঙ্গে থাকবে ২ মেগাপিক্সেল বোকেহ লেন্স। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য দেওয়া হবে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এই ক্যামেরা দিয়ে ৪কে ভিডিও রেকর্ড করা যাবে।

প্রসেসর

পারফরম্যান্সের জন্য Vivo T4R 5G ডিভাইসে ব্যবহার করা হবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৪০০ চিপসেট, যার আনটুটু স্কোর ৭.৫ লাখের বেশি। এই প্রসেসর অক্টা-কোর আর্কিটেকচারে তৈরি এবং এর ক্লক স্পিড ২.৬ গিগাহার্টজ। স্মার্টফোনটি ১২ জিবি পর্যন্ত র‌্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত ইন্টারনাল মেমোরি সহ পাওয়া যাবে।

কোম্পানির তরফে আরও নিশ্চিত করা হয়েছে, এই ফোনটি মিলিটারি গ্রেড MIL-STD-810H-এর ৫টি টেস্ট পাস করেছে।

Vivo T4R 5G এর ভারতে দাম

ভিভোর এই নতুন ডিভাইসের দাম রাখা হবে ২০ হাজার টাকার কম। এটি দুটি কালার অপশনে পাওয়া যাবে। যদিও তাদের নাম জানা যায়নি।