Reliance Jio: ৪০০ টাকার কমে দৈনিক ২.৫ জিবি ডেটা সহ আনলিমিটেড কল, জিওর দারুন প্ল্যান

সম্প্রতি Reliance Jio বেশ কয়েকটি সাশ্রয়ী মূল্যের প্ল্যান বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এরমধ্যে অন্যতম ২৪৯ টাকার প্ল্যান, যেখানে রোজ ১ জিবি ইন্টারনেট ডেটা পাওয়া যেত। তবে কোম্পানি দৈনিক ১.৫ জিবি, ২ জিবি ও ২.৫ জিবি ডেটা প্ল্যানে কোনো পরিবর্তন আনেনি। আজ এই প্রতিবেদনে আমরা Jio-র সবচেয়ে সস্তা দৈনিক ২.৫ জিবি ডেটা প্ল্যান সম্পর্কে আলোচনা করবো। এই প্ল্যানের দাম ৩৯৯ টাকা। আসুন এর অন্যান্য সুবিধা জেনে নেওয়া যাক।
Jio এর ৩৯৯ টাকার রিচার্জ প্ল্যান
জিওর ৩৯৯ টাকার প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন। আর এখানে রোজ ২.৫ জিবি ডেটা পাওয়া যায়। অর্থাৎ গ্রাহকরা মোট ৭০ জিবি ডেটা পাবেন। এর সাথে রয়েছে আনলিমিটেড ভয়েস কলিং-এর সুবিধাও। এছাড়া দেওয়া হবে ৯০ দিনের জন্য JioHotstar-এর সাবস্ক্রিপশন। এখানে প্রতিদিন ১০০টি এসএমএস পাঠানোর সুবিধাও আছে।
আবার আপনি যদি জিওর ৫জি নেটওয়ার্ক অঞ্চলে বাস করে থাকেন, তাহলে আনলিমিটেড ৫জি ডেটাও উপভোগ করবেন। অবশ্য এরজন্য আপনার কাছে একটি ৫জি ফোন থাকতে হবে। অতিরিক্ত সুবিধা হিসেবে এখানে মিলবে ৫০ জিবি JioAICloud ক্লাউড স্টোরেজ।
তবে আপনি যদি ৫৬ দিনের বা ৮৪ দিনের ভ্যালিডিটি সহ দৈনিক ২.৫ জিবি ডেটা পেতে চান, তাহলে Jio এইমুহুর্তে কোনো বিকল্প অফার করছে না। কিন্তু কোম্পানি ৩৫৯৯ টাকার একটি প্ল্যান নিয়ে এসেছে, যেখানে ৩৬৫ দিনের ভ্যালিডিটি সহ রোজ ২.৫ জিবি ডেটা পাওয়া যায়।