২৪০০০ টাকা ডিসকাউন্টে Samsung Galaxy S24 FE স্মার্টফোন, অবিশ্বাস্য অফার Flipkart সেলে

ফ্লিপকার্ট নিয়ে এসেছে GOAT (গ্রেটেস্ট অফ অল টাইম) সেল। এই সেলে বাজেট থেকে শুরু করে হাই-এন্ড ফোন অনেক কম দাম বিক্রি হচ্ছে। আপনি এই সেলে অবিশ্বাস্য দামে কিনতে পারবেন Samsung Galaxy S24 FE মডেলটি। এটি ২০ হাজার টাকার বেশি ছাড়ে পাওয়া যাচ্ছে। এই স্মার্টফোনে আছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, এক্সিনস ২৪০০ই প্রসেসর,‌ ৮ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা ও ৪৭০০ এমএএইচ ব্যাটারি। আসুন এর দাম ও অফার জেনে নেওয়া যাক।

Samsung Galaxy S24 FE এর দাম ও সেল অফার

স্যামসাং গ্যালাক্সি এস২৪ এফই ডিভাইসটি ৫৯,৯৯৯ টাকায় লঞ্চ হয়েছিল, কিন্তু বর্তমানে ফ্লিপকার্ট গোট সেলে এই মডেলটি মাত্র ৩৫,৯৯৯ টাকায় তালিকাভুক্ত আছে। অর্থাৎ প্রায় ২৪ হাজার টাকা সরাসরি ছাড় পাওয়া যাচ্ছে। এর সাথে থাকছে এক্সচেঞ্জ অফার, যেখানে আপনি আপনার পুরনো ফোন বদলে আরও অতিরিক্ত ছাড় আদায় করে নিতে পারবেন।

যদি আপনার পুরানো স্মার্টফোনের অবস্থা ভালো থাকে তাহলে এক্সচেঞ্জ ভ্যালু ১৪,০০০ পর্যন্ত পাওয়া যেতে পারে। যারপর স্যামসাং গ্যালাক্সি এস২৪ এফই মাত্র ২২,০০০ টাকায় আপনার হতে পারে।

Samsung Galaxy S24 FE এর ফিচার ও স্পেসিফিকেশন

Samsung Galaxy S24 FE স্মার্টফোনের ডিজাইন বেশ প্রিমিয়াম। এতে গ্লাস ব্যাক প্যানেল, অ্যালুমিনিয়াম ফ্রেম, এবং সামনে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস এর সুরক্ষা আছে। এর সামনে দেখা যাবে ৬.৭ ইঞ্চি ডায়নামিক অ্যামোলেড ২এক্স স্ক্রিন, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। পারফরম্যান্সের জন্য এতে স্যামসাংয়ের এক্সিনস ২৪০০ই প্রসেসর ব্যবহার করা হয়েছে।

ডিভাইসটি সর্বোচ্চ ৮ জিবি র‌্যাম ও ৫১২ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে। ফটোগ্রাফির জন্য এতে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল টেলিফটো লেন্স ও ১২ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড লেন্স সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। সেলফি ও ভিডিও কলের জন্য ১০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৪৭০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।