Honor আনছে ১০০০০mAh ব্যাটারির স্মার্টফোন, কবে লঞ্চ হবে জেনে নিন

স্মার্টফোন ব্র্যান্ডগুলি এখন নিজেদের মধ্যে কে সবচেয়ে বড় ব্যাটারির ফোন আনবে সেই নিয়ে প্রতিযোগিতায় নেমেছে। ইতিমধ্যেই কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড ৬০০০ এমএএইচ থেকে শুরু করে ৮৩০০ এমএএইচ পর্যন্ত ব্যাটারির ফোন লঞ্চ করেছে। তবে এবার আরও বড় ব্যাটারির স্মার্টফোন বাজারে আসছে। রিপোর্ট অনুযায়ী, অনার (Honor) এই মুহূর্তে এমন একটি ফোন আনার পরিকল্পনা করছে, যেখানে ১০০০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে।

Honor আনছে ১০০০০mAh ব্যাটারি স্মার্টফোন

টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন দাবি করেছেন যে আগামী অক্টোবর মাসে চীনে লঞ্চ হতে চলেছে Honor Magic 8 এবং Magic 8 Pro। পরের মাসে বা ডিসেম্বরে কোম্পানিটি স্ন্যাপড্রাগন ৮ সিরিজ চিপসেট সহ নিয়ে আসবে Honor GT 2 সিরিজের ফোন। তবে এই দুই সিরিজের মাঝে সংস্থাটি ১০০০০ এমএএইচ ব্যাটারির একটি ফোন আনতে পারে বলে টিপস্টার জানিয়েছেন।

Honor এর ১০০০০mAh ব্যাটারির ফোনের ফিচার

অনারের এই ডিভাইসে ব্যবহার করা হবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৫০০ চিপসেট। আর এর প্রোটোটাইপে দেওয়া হয়েছে ৬.৭৯ ইঞ্চি এলটিপিএস ওএলইডি প্যানেল, যা ১.৫কে রেজোলিউশন সাপোর্ট করবে। এছাড়া জানা গেছে, বড় ব্যাটারি থাকা সত্ত্বেও এর বডি খুব বেশি মোটা হবে না।

Honor X70 স্মার্টফোনে আছে ৮৩০০mAh ব্যাটারি

কয়েক সপ্তাহ আগে বাজারে আসা Honor X70 ডিভাইসে ছিল স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ প্রসেসর ও ৮৩০০ এমএএইচ ব্যাটারি। এর ওজন মাত্র ১৯৯ গ্রাম এবং বডি ৮.০ মিমি পুরু। আর আসন্ন ১০০০০ এমএএইচ ব্যাটারির ডিভাইসের ওজন থাকবে ২১০–২২০ গ্রাম এবং এটি ৯ মিমি পুরু হবে।