PayPal প্ল্যাটফর্মে যুক্ত হচ্ছে UPI পরিষেবা, আন্তর্জাতিক লেনদেন হবে আরও সহজ ও দ্রুত

ভারত ছাড়িয়ে বিদেশেও ধীরে ধীরে জনপ্রিয় হচ্ছে দেশীয় পেমেন্ট সিস্টেম UPI (ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস)। এই জনপ্রিয়তা শীঘ্রই আরও বাড়তে চলেছে। আসলে গ্লোবাল পেমেন্ট দুনিয়ায় ভরসার আরেক নাম PayPal এবার তাদের প্ল্যাটফর্মে UPI পরিষেবা জুড়তে চলেছে বলে জানা গেছে। এর ফলে, ভারতীয় ব্যবহারকারীরা আরও সহজে আন্তর্জাতিক লেনদেন করতে পারবেন। যেখানে আগে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা নেট ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেন করতে হতো।

ভারতে বহুল জনপ্রিয় UPI পরিষেবা

ভারতীয়রা এখন পেমেন্টের‌ জন্য UPI পরিষেবা অধিক ব্যবহার করে। কারণ এর মাধ্যমে দ্রুত, নিরাপদ এবং ঝামেলাহীন লেনদেন করা যায়। অন্যদিকে, PayPal মূলত আন্তর্জাতিক লেনদেন, ফ্রিল্যান্সিং ইনকাম বা বিদেশ থেকে টাকা পাঠানোর কাজে বহুল ব্যবহৃত। এই দুই শক্তিশালী পেমেন্ট সিস্টেম এবার হাত মেলাতে চলেছে। ফলে PayPal অ্যাকাউন্টে এবার সরাসরি UPI আইডি লিঙ্ক করা যাবে।

নতুন সিস্টেম কাজ করবে কীভাবে

PayPal এবং NPCI (ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া) হাত মেলানোর ফলে, এবার থেকে PayPal-এর মাধ্যমে পেমেন্ট করতে গেলে UPI-র অপশনও দেখা যাবে। কীভাবে PayPal থেকে UPI পেমেন্ট করা যাবে আসুন জেনে নেওয়া যাক।

PayPal অ্যাকাউন্টে UPI আইডি কীভাবে যুক্ত করে পেমেন্ট করবেন

  • প্রথমে ব্যবহারকারীর নিজের UPI আইডি (যেমন: yourname@upi) দিতে হবে।
  • PayPal সেই আইডি ভেরিফাই করবে।
  • এবার ভেরিফিকেশন সফল হলে, ব্যবহারকারীর UPI অ্যাপে (যেমন PhonePe, GPay, Paytm) একটি পেমেন্ট রিকোয়েস্ট যাবে।
  • সেখানে গিয়ে সেই অনুরোধ অ্যাপ্রুভ করলেই, মুহূর্তের মধ্যেই পেমেন্ট হয়ে যাবে।

এই পুরো প্রক্রিয়াটি শুধু দ্রুত নয়, বরং নিরাপত্তার দিক থেকেও উন্নত। কারণ, UPI নিজেই RBI ও NPCI-র রেগুলেটেড একটি সিস্টেম। তার ওপরে PayPal-এর গ্লোবাল সিকিউরিটি স্ট্যান্ডার্ড কাজ করবে।