Vodafone Idea: Vi গ্রাহকদের জন্য সুখবর, এই তিন প্ল্যানের সাথে এক্সট্রা ইন্টারনেট ডেটা

ভারতীয় টেলিকম বাজারে নিজের জায়গা ফিরে পেতে একের পর এক চমকপ্রদ অফার নিয়ে হাজির হচ্ছে Vodafone Idea (Vi)। যারা দীর্ঘ ভ্যালিডিটি ও বেশি ইন্টারনেট ডেটা চান, তাদের জন্য Vi-এর পোর্টফোলিওতে বেশ কিছু ভালো প্ল্যান আছে। এই প্রতিবেদনে আমরা কোম্পানির এমন তিনটি প্রিপেইড প্ল্যানের কথা বলবো, যেগুলির ভ্যালিডিটি এক বছর পর্যন্ত এবং অতিরিক্ত ৫০ জিবি পর্যন্ত ডেটা পাওয়া যাবে। চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক Vi এর কোন কোন প্ল্যান এই লিস্টে আছে।
Vi এর ১৭৪৯ টাকার প্ল্যান
ভোডাফোনের এই প্ল্যানে পাওয়া যাবে ১৮০ দিনের ভ্যালিডিটি। এখানে ১.৫ জিবি করে ডেটার সাথে অতিরিক্ত ৩০ জিবি ডেটা দেওয়া হয়, যা ব্যবহার করা যাবে ৪৫ দিনের মধ্যে। আবার ৫জি নেটওয়ার্ক কভারেজে থাকা গ্রাহকরা উপভোগ করতে পারবেন আনলিমিটেড ৫জি ডেটার সুবিধা। অতিরিক্ত বেনিফিট হিসেবে বিঞ্জ অল নাইট (রাতভর ফ্রি ডেটা), উইকএন্ড ডেটা রোলওভার এবং ডেটা ডিলাইটস এর সুবিধা পাওয়া যাবে। আর প্রতিদিন ১০০ ফ্রি এসএমএস ও আনলিমিটেড কলিংয়ের সুবিধা তো থাকছেই।
Vi এর ৩৪৯৯ টাকার প্ল্যান
যেসব ভোডাফোন আইডিয়া গ্রাহক এক বছরের (৩৬৫ দিন) জন্য রিচার্জ করতে চান, তাদের জন্য এটা আদর্শ অপশন। রোজ ১.৫ জিবি ডেটা ছাড়াও এই প্ল্যানে দেওয়া হয় ৯০ দিনের জন্য ৫০ জিবি অতিরিক্ত ডেটা। এখানেও গ্রাহকরা আনলিমিটেড কলিং, প্রত্যহ ১০০ এসএমএস সহ আনলিমিটেড ৫জি ডেটার সুবিধা পাবেন। আর আগের মতোই থাকছে রাতভর বিনামূল্যে ডেটা, উইকএন্ডে ডেটা ব্যবহারের সুবিধা এবং ডেটা ডিলাইটস এর সুবিধা।
Vodafone Idea এর ৩৭৯৯ টাকার প্ল্যান
এটি Vi-এর সবচেয়ে প্রিমিয়াম প্রিপেইড প্ল্যানগুলির মধ্যে একটি। এখানে রোজ ২ জিবি ডেটা মিলবে, সাথে আছে ৯০ দিনের জন্য ৫০ জিবি অতিরিক্ত ডেটা। এই রিচার্জ প্ল্যানেও ৫জি ইউজারদের জন্য আনলিমিটেড ৫জি ডেটার সুবিধা রয়েছে। অন্যান্য বেনিফিটের মধ্যে আছে অর্ধেক দিন আনলিমিটেড ডেটা, উইকএন্ড ডেটা রোলওভার ও ডেটা ডিলাইটস। এখানে Amazon Prime Lite এর সাবস্ক্রিপশন বিনামূল্যে পাওয়া যাবে।