Vivo V সিরিজের নতুন স্মার্টফোন ভারতে আসছে, 6500mAh ব্যাটারি সহ থাকবে দুর্ধর্ষ ক্যামেরা

ভারতে আসছে Vivo V সিরিজের নতুন ফোন। ভিভো ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট ও ফ্লিপকার্টে আসন্ন এই স্মার্টফোনের জন্য মাইক্রোসাইট তৈরি করা হয়েছে। যদিও ডিভাইসটির নাম এখনও নিশ্চিত হয়নি। তবে টিপস্টাররা দাবি করেছেন যে, এই মডেলটি Vivo S30-এর রিব্যাজ ভার্সন হতে পারে। ইতিমধ্যেই চীনে লঞ্চ হওয়া S30 মডেলের ডিজাইনের সাথে হুবহু মিলে দেখা যাবে এই নতুন ফোনটির। আসুন আপকামিং মডেলটি সম্পর্কে কি কি তথ্য সামনে এসেছে জেনে নেওয়া যাক।
Vivo V সিরিজের নতুন স্মার্টফোন ভারতে লঞ্চ হচ্ছে
ভিভো ভি সিরিজের এই ফোনের পিছনে বড়সড়, পিল-আকৃতির ক্যামেরা মডিউল দেখা যাবে, যার মধ্যে ZEISS টেকনোলজিতে তৈরি তিনটি লেন্স থাকবে। সামনে দেখা যাবে কার্ভড ডিসপ্লে এবং উপরের দিকে মাঝবরাবর একটি ছোট পাঞ্চ-হোল কাট আউট থাকবে। এই ডিভাইসে ৬৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে।
এছাড়া জানা গেছে, ভারতীয় বাজারে Vivo V সিরিজের ফোনটি তিনটি কালার অপশনে পাওয়া যাবে – অসপিসিয়াস গোল্ড, মুনলাইট ব্লু ও মিস্ট গ্রে। এই কালার অপশনগুলি প্রিমিয়াম ফিল দেবে।
Vivo S30 এর স্পেসিফিকেশন ও ফিচার
টিপস্টারদের দাবি মতো যদি সত্যিই আসন্ন Vivo V মডেলটি S30-এর রিব্র্যান্ডেড ভার্সন হয়, তাহলে স্পেসিফিকেশনেও মিল থাকবে। S30 মডেলে আছে স্ন্যাপড্রাগন ৭ জেন ৪ চিপসেট, সঙ্গে এলপিডিডিআর৪এক্স র্যাম ও ইউএফএস ২.২ স্টোরেজ। এর সামনে পাওয়া যাবে ৬.৬৭ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, যা ২৮০০ x ১২৬০ পিক্সেল রেজোলিউশন ও ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। সিকিউরিটির জন্য এতে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ।
এটি তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে এসেছে – ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, ১২ জিবি র্যাম + ৫১২ জিবি এবং ১৬ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ। ফটোগ্রাফির জন্য পিছনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর (OIS সহ), ৮ মেগাপিক্সেল আলট্রাওয়াইড লেন্স ও ৫০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স আছে। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।