স্মার্টফোন বাজারে চমক, Redmi Note 15 Pro+ ও iQOO Z10 বাজারে আসছে, থাকবে চমৎকার ফিচার

চীনের বাজারে শীঘ্রই লঞ্চ হতে চলেছে নতুন দুটি স্মার্টফোন – Redmi Note 15 Pro+ ও iQOO Z10। যদিও দুই কোম্পানির তরফে এদের এখনও লঞ্চের তারিখ নিশ্চিত করা হয়নি। তবে জনপ্রিয় টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের এই দুই ফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন ফাঁস করেছে। উভয় হ্যান্ডসেটে স্ন্যাপড্রাগন প্রসেসর সহ থাকবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা, শক্তিশালী ব্যাটারি ও ১.৫কে রেজোলিউশনের ডিসপ্লে। আসুন Redmi Note 15 Pro+ ও iQOO Z10 সম্পর্কে কি কি তথ্য সামনে এল জেনে নেওয়া যাক।

Redmi Note 15 Pro+ এর ফিচার ও স্পেসিফিকেশন (সম্ভাব্য)

টিপস্টার দাবি করেছেন যে, রেডমি নোট সিরিজের এই স্মার্টফোনে পাওয়া যাবে কোয়াড-কার্ভড ডিসপ্লে, যার রেজোলিউশন ১.৫কে। পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকমের নতুন স্ন্যাপড্রাগন ৭এস চিপসেট ব্যবহার করা হবে। আর পাওয়ার ব্যাকআপের জন্য এতে থাকবে ৭,০০০‌ এমএএইচ ব্যাটারি। ফটোগ্রাফির জন্য এতে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং ৫০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স পাওয়া যাবে।

iQOO Z10 এর স্পেসিফিকেশন ও ফিচার (সম্ভাব্য)

আইকোর এই ডিভাইসে ফ্ল্যাট ১.৫কে ডিসপ্লে থাকতে পারে। প্রসেসর হিসেবে এতে দেওয়া হতে পারে স্ন্যাপড্রাগন ৭ জেন ৪ চিপসেট‌। আর ক্যামেরা বিভাগে এর প্রাইমারি রিয়ার ক্যামেরা হবে ৫০ মেগাপিক্সেল। তবে ফোনটির মূল আকর্ষণ হবে এর ব্যাটারি। স্মার্টফোনটি ৮,০০০ এমএএইচ ব্যাটারি সহ আসতে পারে।

iQOO Z10 এর ভারতীয় ভ্যারিয়েন্টের ফিচার ও দাম

জানিয়ে রাখি, ভারতে ইতিমধ্যেই iQOO Z10 লঞ্চ হয়েছে, তবে চীনা ভ্যারিয়েন্টের স্পেসিফিকেশন আলাদা থাকবে বলে জানা গেছে। ভারতীয় ভার্সনে আছে স্ন্যাপড্রাগন ৭এস জেন ৩ চিপসেট, সর্বোচ্চ ১২ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ। সাথে রয়েছে IP65 রেটিং, ৫০+২ মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা, ৬.৭৭ ইঞ্চি AMOLED ডিসপ্লে এবং ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৭,৩০০ এমএএইচ ব্যাটারি।

ভারতে iQOO Z10 ফোনের দাম শুরু হয়েছিল ২১,৯৯৯ টাকা থেকে। এই মূল্য ধার্য করা হয়েছে ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের।