৫০ মেগাপিক্সেল Sony IMX896 ক্যামেরা সহ আসছে Realme 15 Pro 5G, কবে লঞ্চ হচ্ছে

আগামী ২৪ জুলাই ভারতে লঞ্চ হতে চলেছে Realme 15 5G এবং Realme 15 Pro 5G স্মার্টফোন। এই দুটি ডিভাইসের মাইক্রোসাইট ইতিমধ্যেই রিয়েলমি ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট এবং Flipkart-এ লাইভ হয়েছে। অর্থাৎ লঞ্চের পর ফোন দুটি এই দুই প্ল্যাটফর্ম থেকে কেনা যাবে। পাশাপাশি মাইক্রোসাইট থেকে এদের সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য সামনে আনা হচ্ছে। আজ Realme 15 5G এবং Realme 15 Pro 5G এর ক্যামেরা ও প্রসেসর সহ বিভিন্ন তথ্য প্রকাশ করা হয়েছে।
Realme 15 5G এবং Realme 15 Pro 5G এর ক্যামেরা সহ অন্যান্য ফিচার সামনে এল

ফ্লিপকার্টের টিজার পেজ থেকে জানা গেছে রিয়েলমি ১৫ ৫জি ফোনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। সামনে পাওয়া যাবে ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এই ক্যামেরায় ৪কে ভিডিও রেকর্ডিং, AI পার্টি মোড, AI ম্যাজিকগ্লো ২.০ এবং AI এডিট জিনি সাপোর্ট করবে।
রিয়েলমি ১৫ ৫জি ডিভাইসে পারফরম্যান্সের জন্য মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ প্লাস প্রসেসর ব্যবহার করা হবে, যা ৭৪০,০০০ আনটুটু স্কোর করেছে। এই ফোনে ১২০ এফপিএস ফ্রেম রেট সাপোর্ট করবে। ফোনটি ৭.৬৬ মিমি স্লিম প্রোফাইল এবং IP69 রেটিং সহ আসবে। এটি ভেলভেট গ্রিন, ফ্লোয়িং সিলভার, এবং সিল্ক পিঙ্ক কালার অপশনে পাওয়া যাবে।

অন্যদিকে, Realme 15 Pro 5G স্মার্টফোনে পাওয়া যাবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর (Sony IMX896) এবং ৫০ মেগাপিক্সেল আল্ট্রাঢ়ওয়াইড লেন্স সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ। এতে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য দেওয়া হবে ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এর ক্যামেরা ফিচারগুলির মধ্যে থাকবে ৪কে ভিডিও রেকর্ডিং, AI পার্টি মোড, AI ম্যাজিকগ্লো ২.০ এবং AI এডিট জিনি।
প্রো মডেলটি স্ন্যাপড্রাগন ৭ জেন ৪ প্রসেসর দ্বারা চালিত হবে। এটি ৭.৬৯ মিমি স্লিম ডিজাইন সহ আসবে এবং এতে IP69 রেটিং থাকবে। এই ডিভাইসটিও সিল্ক পার্পল, ফ্লোয়িং সিলভার, এবং ভেলভেট গ্রিন সহ তিনটি কালার অপশনে আসবে।

এছাড়া Realme 15 সিরিজের উভয় ফোনে ৭০০০ এমএএইচ ব্যাটারি থাকবে, যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।, এগুলিতে হাইপারলো 4D কার্ভড প্লাস ডিসপ্লে থাকবে, যা ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট, ৬৫০০ নিটস পর্যন্ত ব্রাইটনেস সাপোর্ট করবে। ডিসপ্লের সুরক্ষার জন্য পাওয়া যাবে কর্নিং গরিলা গ্লাস প্রোটেকশন।