স্ন্যাপড্রাগন প্রসেসর সহ আগামী সপ্তাহে লঞ্চ হচ্ছে Redmi Turbo 4 Pro, টেক্কা দেবে OnePlus ও iQOO কে

শাওমির সাব-ব্র্যান্ড রেডমি খুব শীঘ্রই বাজারে নিয়ে আসছে তাদের নতুন স্মার্টফোন Redmi Turbo 4 Pro। কোম্পানির জেনারেল ম্যানেজার ওয়াং টেং সম্প্রতি Weibo-তে একটি টিজার শেয়ার করেছেন, যেখান থেকে জানা গেছে ফোনটি আগামী সপ্তাহেই চীনে লঞ্চ হতে পারে। আর এটি কোয়ালকমের লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮এস জেন ৪ প্রসেসর চালিত প্রথম ডিভাইস হতে পারে।

কোয়ালকমের এটি একটি পারফরম্যান্স-কেন্দ্রিক প্রসেসর, যেখানে আছে বড় কোর CPU ডিজাইন এবং অ্যাড্রেনো ৮২৫ জিপিইউ। ফলে Redmi Turbo 4 Pro গেমিং, মাল্টিটাস্কিং এবং হাই-এন্ড কাজের জন্য হবে আদর্শ হবে বলেই ধরে নেওয়া যায়। পারফরম্যান্সের ক্ষেত্রে এটি ফ্ল্যাগশিপ লেভেলের অভিজ্ঞতা দেবে বলেই আশা করা হচ্ছে।

Redmi Turbo 4 Pro এর সম্ভাব্য স্পেসিফিকেশন

রেডমি টার্বো ৪ প্রো স্মার্টফোনের সামনে দেখা যাবে ৬.৮৩ ইঞ্চি LTPS ডিসপ্লে, যা ১.৫কে রেজোলিউশন অফার করবে। এই ডিসপ্লের ডিজাইন হবে ফ্ল্যাট। এই ডিসপ্লে ব্যবহারকারীদের প্রিমিয়াম ভিজ্যুয়াল অভিজ্ঞতা দেবে। ফটোগ্রাফির জন্য এতে থাকবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা (OIS সাপোর্ট সহ) এবং ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেন্সর।

পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৭৫৫০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে, যা ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। সিকিউরিটির জন্য রেডমি টার্বো ৪ প্রো ফোনে ইন-ডিসপ্লে অপ্টিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যাবে। ফোনটি ধুলো ও জল প্রতিরোধী IP68 ও IP69 রেটিং সহ আসতে পারে। এতে মেটাল ফ্রেম বডি থাকবে।

রেডমি দাবি করেছে যে, এই ফোনটি মিডরেঞ্জ সেগমেন্টে OnePlus Ace এবং iQOO Neo সিরিজের মতো ডিভাইসগুলির সঙ্গে প্রতিযোগিতা করবে।