15000mAh ব্যাটারির স্মার্টফোনের সাথে আজ 828 ফ্যান ফেস্টিভ্যালে আসছে Realme Chill Fan Phone

প্রতি বছর Realme তাদের ৮২৮ ফ্যান ফেস্টিভ্যালে সাধারণ স্মার্টফোনের বাইরে কিছু নতুন কনসেপ্ট ফোন প্রদর্শন করে। এবছরও তার ব্যতিক্রম হবে না। আজ এই ইভেন্টটি অনুষ্ঠিত হবে। Realme যে এই ইভেন্টে বেশ কয়েকটি নতুন ডিভাইস সামনে আনবে তা ইতিমধ্যেই স্পষ্ট হয়ে গেছে। এমনকি তাদের ঝলকও দেখাতে শুরু করেছে তারা। এর মধ্যে একটি স্মার্টফোনে “এসি” থাকবে বলে জানা গেছে, যার নাম রাখা হবে Realme Chill Fan Phone।

Realme Chill Fan Phone এর বিশেষত্ব

রিয়েলমির গ্লোবাল এক্স (X) হ্যান্ডেল সম্প্রতি ৩২ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করা হয়েছে। এই পোস্টে আসন্ন স্মার্টফোনের বিল্ট-ইন কুলিং সিস্টেম কীভাবে কাজ করছে তা দেখানো হয়েছে। ভিডিওতে রিয়েলমির ভাইস প্রেসিডেন্ট চেইজ জু একটি স্লিট-ভেন্ট ব্যবহার করে ফোনের পাশে ঠান্ডা বাতাস বের করছেন। সেই বাতাস দিয়ে তিনি জলভর্তি বাটিতে একটি রাবার ডাক ভাসিয়েছেন এবং মোমবাতিও নিভিয়েছেন।

AC-র মতো কাজ করবে মোবাইলের কুলিং সিস্টেম

অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন যে, তাদের কুলিং সিস্টেম গরম বাতাসকে ঠান্ডা করে দিতে সক্ষম হবে। চেইজ জু দাবি করেছেন, এটি আসলে রিয়েল লাইফ এয়ার কন্ডিশনারের মতো কাজ করবে। গেম খেলার সময় এটি ফোনের আসল তাপমাত্রা ৬° সেলসিয়াস পর্যন্ত কমাতে পারবে।

রিয়েলমির এই নতুন কুলিং সিস্টেমের ডিজাইন মনে করিয়ে দিচ্ছে সম্প্রতি ভারতে লঞ্চ হওয়া Oppo K13 Turbo ও K13 Turbo Pro ফোনের বিল্ট-ইন ফ্যানের কথা। তবে রিয়েলমি চিল ফ্যান ফোনে এই ব্যবস্থাকে আরও আপগ্রেড করা হবে বলে মনে হচ্ছে।

Realme 828 Fan Festival ইভেন্ট কখন শুরু হবে

আজ ২৭ আগস্ট ৮২৮ ফ্যান ফেস্টিভ্যাল ২০২৫ ইভেন্ট শুরু হবে ভারতীয় সময় বিকেল ৪:৩০ থেকে। চিল ফ্যান ফোনের পাশাপাশি ইভেন্টে আরও একটি কনসেপ্ট স্মার্টফোন দেখানো হবে, যার ব্যাটারি ক্ষমতা থাকবে ১৫,০০০ এমএএইচ।