ব্যাবসা বাড়াতে পশ্চিমবঙ্গে নজর, রাজ্যে নতুন শোরুমের উদ্বোধন করল Benelli ও Keeway

Avatar

Published on:

Benelli & Keeway Opens New Showroom in Durgapur

ইতালির আইকনিক বাইক নির্মাতা বেনেলির (Beneli) হাত ধরে কয়েক মাস আগেই এদেশে যাত্রা শুরু করেছে কিওয়ে (Keeway)। আর এবার তাদের নতুন ঠিকানা পশ্চিমবঙ্গের দুর্গাপুর। পশ্চিম বর্ধমান জেলায় অবস্থিত শিল্পপ্রধান শহর হল দুর্গাপুর। আর এখানেই বেনেলি ও কিওয়ে যৌথভাবে তাদের নতুন শোরুমের উদ্বোধন করেছে। এই নতুন কেন্দ্রের মাধ্যমে বিক্রি, সার্ভিস ও স্পেয়ার পার্টস সংক্রান্ত যাবতীয় পরিষেবা প্রদান করা হবে। বেনেলি নিশ্চিত করেছে যে কৌশিক এন্টারপ্রাইজ এই সেল পয়েন্টের দায়িত্বে থাকবে। নতুন স্টোরটির ঠিকানা- NH -2, শ্রীনগর পল্লী, পূর্ব দুর্গাপুর।

প্রসঙ্গত, এই নতুন শোরুম উদ্বোধনের মাধ্যমে ভারতবর্ষ জুড়ে বেনেলি ও কিওয়ে এর মোট বিক্রয় কেন্দ্রের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫৩। দুর্গাপুর ও আশপাশের অঞ্চলের গ্রাহকরা এই শোরুম থেকে বেনেলির সমস্ত সুপার বাইক টেস্ট রাইড নেওয়া কিংবা ক্রয় করতে পারবেন। এর সাথেই সংস্থার শাখা কিওয়ের দুই স্কুটার ও এক বাইকের দেখা মিলবে এখানে।

উপরন্তু ওই শোরুমে সংস্থার অন্যান্য প্রোডাক্ট ও অ্যাক্সেসরিজও পাওয়া যাবে। তাই বলা ভালো এখানে ভোক্তারা এক ছাদের নিচে সমস্ত কিছুই পরখ করতে পারবেন। এই মুহূর্তে জাতীয় স্তরে ডিলারশিপ নেটওয়ার্ককে বর্ধিত করে গ্রাহকদের যথার্থ পরিষেবা দেওয়ার কাজে মনোনিবেশ করেছে বেনেলি ও কিওয়ে। গ্রাহকের পছন্দমত চাহিদা পূরণ করার পাশাপাশি এই সমস্ত ডিলারের কাছে ক্রয় ও সার্ভিস সংক্রান্ত সমস্ত রকম প্রিমিয়াম সুযোগ-সুবিধা পাওয়া যাবে বলে দাবি তাদের।

তাছাড়াও সংস্থার প্রতিটি বিক্রয় কেন্দ্রে থাকা সমস্ত পেশাদার ব্যক্তিগণ আন্তর্জাতিক মানদণ্ড ও নিয়মাবলী অনুযায়ী প্রশিক্ষণপ্রাপ্ত। আর সেজন্যই গ্রাহকগণ তাদের থেকে বাইক কেনা কিংবা সার্ভিসের ব্যাপারে উপযুক্ত সাহায্য পাবেন বলে আশা রাখতে পারেন।

এবার এক নজরে দেখে নেওয়া যাক কিওয়ের হাতে থাকা স্কুটার ও বাইকের সম্ভার। মাত্র কয়েক মাস আগে এদেশে যাত্রা শুরু করেই ইতিমধ্যেই তাদের হাতে রয়েছে তিনটি প্রিমিয়াম কোয়ালিটির মডেল- Sixties 300i, Vieste 300 ও K -Light 250V। অন্য দিকে, বেনেলি বিক্রি করে imperiale 400, TRK 251, Leoncino 500, TRK 502-সহ নানা প্রিমিয়াম মোটরসাইকেল।

সঙ্গে থাকুন ➥