আরও স্পোর্টি লুকের সাথে নতুন Hyundai Venue N Line ভারতে লঞ্চ হবে 6 সেপ্টেম্বর

Avatar

Published on:

Hyundai venue n line launch date 6 September

নিউ জেনারেশন Hyundai Venue লঞ্চ হয়েছে গত জুন মাসে। এবার সাব-কম্প্যাক্ট এসআউভিটির নতুন N Line ভ্যারিয়েন্ট লঞ্চের তোরজোড় শুরু করে দিল দক্ষিণ কোরিয়ান সংস্থাটি। হুন্ডাই ঘোষণা করেছে, Venue N Line অফিশিয়ালি লঞ্চ হবে আগামী ৬ সেপ্টেম্বর‌। সে দিনই দাম-সহ গাড়িটির ব্যাপারে সমস্ত তথ্য প্রকাশ করা হবে।

প্রসঙ্গত, ভারতে এটি হুন্ডাইয়ের দ্বিতীয় এন লাইন মডেল হতে চলেছে। যা এর আগে i20 N Line এর পারফরম্যান্স ভার্সন হিসাবে লঞ্চ হয়েছিল। সেটা ছিল গত বছর। আর নতুন প্রজন্মের Hyundai Venue বাজারে এসেছে মাস দুয়েক আগে। দাম শুরু হয়েছে ৭.৫৩ লাখ থেকে। আর টপ-এন্ড ১.০ লিটার টার্বো পেট্রল এবং ১.৫ লিটার ডিজেল ভ্যারিয়েন্টের দাম ৯.৯৯ লাখে এসে দাঁড়িয়েছে।

গাড়িটির সাথে বাজারে Maruti Suzuki Vitara Brezza, Kia Sonet, Tata Nexon, Mahindra XUV300, এবং Nissan Magnite মডেলের প্রতিযোগিতা চলে। এদিকে Hyundai Venue N Line সংস্থার ১.০ লিটার থ্রি সিলিন্ডার টার্বো পেট্রল ইঞ্জিনের সাথে আসবে বলে মনে করা হচ্ছে। যা ১১৮ বিএইচপি ক্ষমতা এবং ১৭২ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। যাকে যোগ্য সঙ্গত দেবে সেভেন স্পিড ডিএসজি গিয়ারবক্স।

এন লাইন ভার্সনে ভেন্যুর ডিজাইন একই থাকবে। তবে স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্টগুলির তুলনায় লুকস অন্যরকম করতে সারা শরীরে লাল রঙের রেখা এবং এন লাইন ব্যাজিং দেখার সম্ভাবনা। আবার i20 N Line এর মতো হুন্ডাই আপকামিং গাড়িটির সাসপেনশনেও কিছু মডিফিকেশন করতে পারে বলে জল্পনা শোনা যাচ্ছে।

সঙ্গে থাকুন ➥