Reliance Jio গ্রাহকদের জন্য সুখবর, শীঘ্রই মিলতে পারে স্যাটেলাইট মোবাইল পরিষেবা

Avatar

Published on:

Reliance Jio soon to Set Up Mobile Satellite Network

ভারতী গ্রুপের অধীনস্থ OneWeb -এর পর এবার ভারতে স্যাটেলাইট-ভিত্তিক ব্রডব্যান্ড পরিষেবা সরবরাহের লাইসেন্স বা ছাড়পত্র পেয়ে গেল Reliance Jio ‘র সহায়ক সংস্থা Jio Satellite Communications Ltd. বা সংক্ষেপে জেএসটিএল (JSTL)।

দেশে স্যাটেলাইট-নির্ভর ব্রডব্যান্ড পরিষেবা সরবরাহের ছাড়পত্র পেল JSTL

আজ্ঞে হ্যাঁ, চলতি বছরেই JSTL -এর পক্ষ থেকে কেন্দ্রীয় টেলিযোগাযোগ দপ্তর DoT -এর কাছে, GMPCS লাইসেন্স দাবি করে আবেদন করা হয়। জনপ্রিয় সংবাদ সংস্থা ET Telecom -এর প্রতিবেদন মতে, JSTL -এর আবেদন মঞ্জুর করে সদ্য তাদের LoI (Letter of Intent) প্রদান করেছে কেন্দ্রীয় টেলিযোগাযোগ দপ্তর। সেক্ষেত্রে OneWeb -এর পর দ্বিতীয় কোম্পানি হিসেবেই এবার JSTL জিএমপিসিএস (GMPCS) ছাড়পত্র পেয়ে গেল। এর ফলে খুব শীঘ্রই দেশজুড়ে তারা স্যাটেলাইট-নির্ভর ব্রডব্যান্ড পরিষেবা সরবরাহ শুরু করতে পারে।

উল্লেখ্য, উপগ্রহ-নির্ভর হাই-স্পিড ব্রডব্যান্ড পরিষেবা সরবরাহের লক্ষ্যে জিও ইতিমধ্যে বেশ কিছু ইতিবাচক উদ্যোগ গ্রহণ করেছে। এক্ষেত্রে তারা লুক্সেমবার্গ-ভিত্তিক গ্লোবাল স্যাটকম (Satcom) কোম্পানি সেস (SES) -এর সাথে জোট বেঁধেছে যা বেশ গুরুত্বপূর্ণ ঘটনা।

এদিকে প্রকাশ্যে আসা অপর এক খবরের মতে সম্প্রতি জিও স্পেসটেক (Jio Space Technology Ltd.) উপগ্রহ-নির্ভর গতিপূর্ণ ব্রডব্যান্ড পরিষেবা সরবরাহের উপযোগী এক্সটেন্সিভ গেটওয়ে ইনফ্রাস্ট্রাকচার গড়ে তুলতে ব্যস্ত রয়েছে। মূলত, মিডিয়াম আর্থ অরবিট (MEO) ও জিওস্টেশনারি (GEO) স্যাটেলাইট মোতায়েনের মাধ্যমেই আলোচ্য পরিষেবা পৌঁছে দেওয়া হবে বলে শোনা যাচ্ছে।

প্রসঙ্গত জানিয়ে রাখি, ওয়ানওয়েব এবং জেএসটিএল ছাড়া টাটা গোষ্ঠীর (Tata) মালিকানাধীন নেলকো (Nelco), কানাডার টেলিস্যাট (Telesat), অ্যামাজনের নিজস্ব প্রোজেক্ট কাইপার (Project Kuiper) সহ আরো একাধিক সংস্থা ভবিষ্যতে ভারতে স্যাটেলাইট-ভিত্তিক উচ্চগতিপূর্ণ ব্রডব্যান্ড পরিষেবা সরবরাহে এগিয়ে আসতে পারে। এর ফলে আলোচ্য ক্ষেত্রে প্রতিযোগিতাও অনেকটাই বেশি হবে বলে মনে করা হচ্ছে। আর কিছুদিন অপেক্ষা করলেই এক্ষেত্রে পুরো বিষয়টি স্পষ্ট হতে পারে। যদিও ঠিক কবে থেকে দেশের মানুষ উপগ্রহ-নির্ভর ব্রডব্যান্ড পরিষেবার সুফল ভোগ করতে পারবেন তা এখনই বলা সম্ভব নয়।

সঙ্গে থাকুন ➥