১০৮ মেগাপিক্সেল ক্যামেরার সাথে দুর্দান্ত ডিসপ্লে, Oppo A98 মিড রেঞ্জে 5G সাপোর্ট সহ আসছে

Avatar

Published on:

Oppo A98 Features 108 Megapixel Camera

Oppo বর্তমানে সবচেয়ে শক্তিশালী A-সিরিজের স্মার্টফোনের উপর কাজ করছে বলে কিছুদিন আগেই জানা গিয়েছিল। টিপস্টার, ডিজিটাল চ্যাট স্টেশন (Digital Chat Station) এর উইবো পোস্ট থেকে এই তথ্য সামনে এসেছিল। এই ফোনে পাঞ্চ-হোল স্টাইলের কার্ভড-এজ ডিসপ্লে দেখা যাবে। এছাড়া ফোনটি ১০৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ফাস্ট চার্জিং সাপোর্ট সহ আসবে বলে জানা গেছে। এখন আবার টিপস্টার এই ফোনের নাম সহ কিছু মুখ্য ফিচার জানিয়েছেন। এই ফোনটি Oppo A98 নামে চীনে আত্মপ্রকাশ করবে।

Oppo A98 ফোনের কী-ফিচার প্রকাশ্যে এল

টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন বলেছেন যে, ওপ্পো এ সিরিজের আপকামিং হ্যান্ডসেটটি ওপ্পো এ৯৮ নামে হোম-মার্কেটে লঞ্চ হবে। আর এই মডেলটির ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ফুল এইচডি প্লাস রেজোলিউশন সাপোর্ট করবে। প্রসঙ্গত, পূর্ববর্তী পোস্টে তিনি জানিয়েছিলেন যে, এই ডিসপ্লে স্ক্রীন ২১৬০ হার্টজ পর্যন্ত PWM ডিমিং অফার করবে এবং ৩.৩ এক্স মিমি চিন থাকার কারণে হাই স্ক্রীন-টু-বডি রেশিও সমর্থন করবে।

তদুপরি, পারফরম্যান্সের জন্য আপকামিং ওপ্পো এ৯৮ স্মার্টফোনে – SM7325 মডেল নম্বরের কোয়ালকম স্ন্যাপড্রাগন চিপ ব্যবহার করা হবে। মনে করা হচ্ছে এই প্রসেসরটি নাম স্ন্যাপড্রাগন ৭৭৮জি। লেটেস্ট রিপোর্টটিতে, ওপ্পো এ৯৮ ফোনের র‍্যাম বা স্টোরেজ ক্যাপাসিটি উল্লেখ নেই। তবে জানা যাচ্ছে, ছবি তোলার জন্য ডিভাইসটির পিছনে একটি ১০৮-মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা উপস্থিত থাকতে পারে। যদিও সহায়ক সেন্সর এবং সেলফি ক্যামেরার রেজোলিউশন সামনে আসেনি। কিন্তু ব্যাটারি ক্যাপাসিটি জানা‌ গেছে।এ-সিরিজের অধীনে আসন্ন এই স্মার্টফোন ৫,০০০ এমএএইচ পাওয়ারের ব্যাটারির সাথে আসবে, যা ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করবে বলে জানিয়েছেন ডিজিটাল চ্যাট স্টেশন।

প্রসঙ্গত টিপস্টার তার সাম্প্রতিক ওয়েইবো পোস্টে আরো দাবি করেছেন যে, Oppo শীঘ্রই চীন এবং গ্লোবাল মার্কেটে মিড-রেঞ্জের অধীনে একটি নতুন হ্যান্ডসেট লঞ্চ করবে। যদিও, আসন্ন ডিভাইসের নাম বা সম্ভাব্য স্পেসিফিকেশন তিনি জানাননি। এক্ষেত্রে আমাদের অনুমান, উক্ত স্মার্টফোন নির্মাতাটি হয়তো নভেম্বর মাসে Reno 9 সিরিজ লঞ্চ করবে। আর ডিসেম্বরে, Find N2 এবং Find N Flip নামক দুটি ফ্ল্যাগশিপ মডেলের ঘোষণা করবে।

সঙ্গে থাকুন ➥