Suzuki নতুন Burgman Street EX ভারতে লঞ্চ করল, বেশি মাইলেজের সঙ্গে চমৎকার ফিচার্স

Avatar

Published on:

Suzuki Burgman Street EX Launched in India

গতকালই টিজার প্রকাশ করে লঞ্চের ইঙ্গিত দেওয়া ছিল। আর আজই ভারতে সুজুকি (Suzuki) তাদের নতুন ম্যাক্সি স্কুটার Burgman Street EX লঞ্চ করে চমকে দিল। Burgman Street এর প্রিমিয়াম মডেলটির দাম ১,১২,৩০০ টাকা (এক্স-শোরুম) টাকা রাখা হয়েছে। এটি স্ট্যান্ডার্ড ভার্সনের তুলনায় ২০,০০০ টাকা এবং ব্লুটুথ ভ্যারিয়েন্টের চাইতে প্রায় ১৬,৫০০ টাকা দামি। ১২৫ সিসির এই বড় স্কুটার তিনটি রঙের বিকল্পে হাজির হয়েছে – মেটালিক ম্যাট প্ল্যাটিনাম সিলভার নং টু, মেটালিক রয়্যাল ব্রোঞ্জ এবং মেটালিক ম্যাট ব্ল্যাক নং টু। নতুন ফিচার্স হিসাবে মধ্যে ইকো পারফরম্যান্স যুক্ত আলফা ইঞ্জিন, ইঞ্জিন অটো স্টপ-স্টার্ট সিস্টেম এবং সাইলেন্ট স্টার্টার সিস্টেম যোগ হয়েছে Suzuki Burgman Street EX-এ।

সুজুকি বার্গম্যান স্ট্রিট ইএক্স এফআই টেকনোলজি যুক্ত। আবার ইকো পারফরম্যান্স যুক্ত আলফা ইঞ্জিন থাকার কারণে এর মাইলেজ বেশি হবে। স্টপ-স্টার্ট সিস্টেম যুক্ত হওয়ার ফলে স্কুটারটি যখন ট্রাফিক জ্যামে আটকে পড়বে, এই অবস্থায় ইঞ্জিন চালু থাকলে নিজে থেকেই তা বন্ধ হয়ে যাবে। আবার অ্যাক্সেলারেটর ঘোরানো মাত্রই ফের ইঞ্জিনটি চালু হয়ে যাবে। এর ফলে একদিকে যেমন জ্বালানির খরচ বাঁচবে, আবার কার্বনের নির্গমন কমাতেও সাহায্য করবে।

অন্যান্য হাইলাইটের প্রসঙ্গে বললে, প্রিমিয়াম স্কুটারটিতে উপস্থিত নতুন সাইলেন্ট স্টার্টার সিস্টেম মসৃণভাবে চালু করতে সহায়তা করবে। এই সিস্টেমের ফলে চালক থ্রটল মোচড়ানো মাত্রই ইঞ্জিনটি নিঃশব্দে চালু হবে। পুরনো ১০ ইঞ্চির টায়ারের জায়গায় এতে ১২ ইঞ্চি রিয়ার টায়ার হুইল দেওয়া হয়েছে। ডায়ামিটার বেড়ে যাওয়ার কারণে শহরের রাস্তায় চলাচলের ক্ষেত্রে কার্যকারিতা বৃদ্ধি পাবে।

এছাড়া সুজুকি বার্গম্যান স্ট্রিট ইএক্স-এর ফিচারের মধ্যে উপস্থিত সুজুকি রাইড কানেক্ট। যার সাথে ব্লুটুথ এর মাধ্যমে স্মার্ট ফোন কানেক্ট করা যাবে। এর ফলে ডিজিটাল কনসোলে টার্ন বাই টার্ন নেভিগেশন, ইনকামিং কল, এসএমএস, হোয়াটসঅ্যাপ ও ফোনকল অ্যালার্ট ভেসে উঠবে। আবার গতিবেগ সুরক্ষাসীমা পার করলে চালকের উদ্দেশ্যে সতর্ক করবে বার্তা ভেসে উঠবে ডিসপ্লেতে। বিলাসবহুল ডিজাইনের সাথে এতে সম্পূর্ণ এলইডি লাইট দেওয়া হয়েছে।

সঙ্গে থাকুন ➥