মাত্র ৬০০ টাকায় কিনুন ২০ হাজারের Infinix Note 12 5G

Avatar

Published on:

Infinix Note 12 5G Discount Offer

বেশি ফিচার পেতে এখন অনেকে মোটা টাকা খরচ করে স্মার্টফোন কিনলেও, ভারতের বাজারের বড় একটা অংশই বাজেট রেঞ্জের হ্যান্ডসেটের ওপর নির্ভরশীল বা আকৃষ্ট। সেক্ষেত্রে হালফিলে যদি আপনি কোনো কারণে একটি বাজেট স্মার্টফোন কিনতে চান, তাহলে Infinix ব্র্যান্ডের ফোনগুলি আপনার জন্য ভাল বিকল্প হতে পারে। বিশেষত Infinix Note 12 5G মডেলটি বিশেষ অফারের দরুন সস্তায় কেনা যেতেই পারে যা এখন খুব ট্রেন্ডে রয়েছে। এই ফোনের বিশেষত্ব হল যে, আপনি কম দামে এতে 5G নেটওয়ার্ক সাপোর্ট পাবেন। সাথে থাকবে AMOLED ডিসপ্লে, বড় ব্যাটারি এবং ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরার মত ফিচার। আসুন এখন Infinix Note 12 5G ফোনের দাম/অফার, লভ্যতা এবং স্পেসিফিকেশন সম্পর্কে দু-চার কথা জেনে নিই।

Infinix Note 12 5G ফোনে বাম্পার অফার দিচ্ছে Flipkart

ইনফিনিক্স নোট ১২ ৫জি স্মার্টফোনের ৬ জিবি/৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম এমনিতে ১৯,৯৯৯ টাকা; তবে ই-কমার্স জায়ান্ট ফ্লিপকার্ট এখন এই ফোনে ৩৫% ছাড় দিচ্ছে, যার ফলে এটি আপনারা ১২,৯৯৯ টাকায় কিনতে পারবেন। এক্ষেত্রে ফ্ল্যাট ডিসকাউন্টের পাশাপাশি আরও অনেক অফারের ফায়দা তোলা যাবে। যেমন আমেরিকান এক্সপ্রেসের ক্রেডিট কার্ড ব্যবহার করে ইএমআইয়ে ফোনটি কিনলে ১০% ছাড় পাওয়া যাবে। ব্যাঙ্ক অফ বরোদার ক্রেডিট কার্ডেও মিলবে ১০ শতাংশ ডিসকাউন্টের বিকল্প।

তবে আরও মজার ব্যাপার হল যে, ইনফিনিক্স নোট ১২ ৫জি কেনার সময় পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করলে ১২,৪০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। অর্থাৎ সমস্ত অফার কাজে লাগানো গেলে ১,০০০ টাকারও কমে (পড়ুন ৬০০ টাকায়) এই ফোন খরিদ করা যাবে। তবে মনে রাখবেন এক্সচেঞ্জ অফার পুরনো ফোনের অবস্থার ওপর নির্ভর করবে।

Infinix Note 12 5G ফোনের স্পেসিফিকেশন

আলোচ্য ইনফিনিক্স নোট ১২ ৫জি স্মার্টফোনে ৬.৭ ইঞ্চি ফুল-এইচডি+ অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। এটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০ ৫জি প্রসেসরের সাহায্যে চলবে; অন্যদিকে এতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি ক্যাপাসিটি উপভোগ করা যাবে। এছাড়া ফটোগ্রাফির দিক থেকেও এই ফোনে মোটামুটি সেরা ফিচার পাওয়া যাবে, কারণ এতে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাসহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা উপলব্ধ।

সঙ্গে থাকুন ➥