Honor Band 7 NFC: একবার চার্জে ১৪ দিন নিশ্চিন্ত, Honor Band 7 NFC স্মার্ট ব্যান্ড বাজারে এল

Avatar

Updated on:

Honor Band 7 NFC launched

সম্প্রতি অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৩ (MWC 2023) এর মঞ্চে পর্দা ওঠানো হয় Honor Magic 5 লাইনআপের স্মার্টফোনের উপর থেকে। আর আজ চীনা সংস্থাটি বাজারে নিয়ে আসলো নতুন আপগ্রেড ভার্সনের Honor Band 7 NFC স্মার্ট ব্যান্ড। এতে রয়েছে টাচ স্ক্রিন ডিসপ্লে সাপোর্ট, লো অক্সিজেন লেভেল অ্যালার্ট, ৯৬টি ভিন্ন স্পোর্টস মোড ইত্যাদি। চলুন দেখে নেওয়া যাক নতুন Honor Band 7 NFC স্মার্ট ব্যান্ডের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

Honor Band 7 NFC স্মার্ট ব্যান্ডের দাম ও লভ্যতা

অনর ব্যান্ড ৭ এনএফসি স্মার্ট ব্যান্ডের দাম ধার্য করা হয়েছে ২৮৯ ইউয়ান (প্রায় ৩,৪১০ টাকা )। যদিও বর্তমানে এটি ২৩৯ ইউয়ান (প্রায় ২,৮১৯ টাকা ) অফার মূল্যে পাওয়া যাচ্ছে। ক্রেতারা এই ব্যান্ডটিতে পাবেন রোজ পাউডার, ফিডার গ্রিন এবং ফ্যান্টাসি নাইট কালার অপশন। আগামী ২০ মার্চ থেকে শুরু হবে এর বিক্রি।

Honor Band 7 NFC স্মার্ট ব্যান্ডের স্পেসিফিকেশন ও ফিচার

অনর ব্যান্ড ৭ এনএফসি স্মার্ট ব্যান্ডটির ডিসপ্লে প্রসঙ্গে বলতে গেলে, এটি ১.৪৭ ইঞ্চি কালার টাচস্ক্রিন অ্যামোলেড ডিসপ্লের সাথে এসেছে, যাতে রয়েছে ২.৫ডি কার্ভড এজ। তাছাড়া ব্যান্ডটিতে পাওয়া যাবে একাধিক ওয়াচফেস, যেগুলি কম্প্যানিয়ন অ্যাপ্লিকেশনের মাধ্যমে ব্যবহারকারী নিজেদের পছন্দমত কাস্টমাইজ করতে পারবেন। আবার ডিভাইসটির নাম থেকেই বোঝা যাচ্ছে এটি বিভিন্ন ধরনের কার্যকরী এনএফসি সেন্সর সাপোর্টসহ এসেছে।

অন্যদিকে হেলথ ফিচার হিসেবে ব্যান্ডটিতে Sp02 সেন্সর, অটো স্লিপ মনিটর, ফিমেল হেলথ ট্র্যাকার ইত্যাদি উপলব্ধ। সেই সঙ্গে ওয়্যারেবলটিতে মিলবে ৯৬টি স্পোর্টস মোড। শুধু তাই নয়, এতে ব্লুটুথ রিমোট ফটো ক্যাপচার, মিউজিক কন্ট্রোল, নোটিফিকেশন রিমাইন্ডার, ফাইন্ড মাই ফোন ইত্যাদি ফিচার সাপোর্ট করবে। আবার ব্যবহারকারী কম্প্যানিয়ন অ্যাপ্লিকেশনে তাদের সম্পূর্ণ হেলথ ডেটা যেমন, স্ট্রেস লেভেল, ব্লাড অক্সিজেন লেভেল ইত্যাদি দেখতে পাবেন।

এবার আলোচনা করা যাক Honor Band 7 NFC স্মার্ট ব্যান্ডের ব্যাটারি প্রসঙ্গে। সংস্থার মতে, একবার চার্জে এর ব্যাটারি ১৪ দিন পর্যন্ত একটানা পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম। তদুপরি ম্যাগনেটিক চার্জারের মাধ্যমে এই ব্যান্ডে ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

সঙ্গে থাকুন ➥